ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

দেশে মুক্তবুদ্ধি চর্চার সুযোগ তৈরি হয়েছে : প্রধান উপদেষ্টা

২০২৪ নভেম্বর ০৭ ১৫:২৫:৫০
দেশে মুক্তবুদ্ধি চর্চার সুযোগ তৈরি হয়েছে : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণঅভ্যুত্থানের পর মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছে। বাংলাদেশে মুক্তবুদ্ধি চর্চার সুযোগ তৈরি হয়েছে। একে কাজে লাগাতে হবে। নতুন প্রজন্মকে আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের আয়োজিত সেমিনারে তিনি এই কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বৈজ্ঞানিক চিন্তা এবং গবেষণার মান উন্নয়ন।’

তিনি জানান, বিজ্ঞান চর্চাকে আরও এগিয়ে নেওয়ার জন্য সরকার প্রয়োজনীয় সংস্কারের পথে কাজ করছে এবং এই সংস্কারের জন্য সংশ্লিষ্ট সকলের মতামত গ্রহণ করবে।

ড. ইউনূস বলেন, ‘বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে আমাদের আরও সংস্কার এবং উন্নয়ন প্রয়োজন। এজন্য সরকার দৃঢ় সংকল্পবদ্ধ। আমরা সবার কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে সেই পথে এগিয়ে যাবো।’

তিনি বলেন, ‘আজ আমরা যখন ছাত্র জনতার একটি সর্বাত্মক বিপ্লবের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ার প্রয়াস নিয়েছি, বিশ্ববিদ্যালয়কে তার যথাযথ চর্চার জায়গায় পুনঃপ্রতিষ্ঠিত করতে চাচ্ছি, তখন পরিবর্তনের দিগদর্শিকা হিসেবে উদযাপনের জন্য বসুর আবিষ্কারের এই শতবার্ষিকীর থেকে যথাযথ বিষয় আর কী হতে পারে? আমাদের বিপ্লবের নায়ক ছাত্র-ছাত্রীদের জন্য প্রেরণা হিসেবেও বা এর থেকে বড় গৌরবের স্মরণও আর কী হতে পারে?’

প্রধান উপদেষ্টা বলেন, ‘বিপ্লবের ফসল আমাদের অন্তর্বর্তী সরকারের জন্য প্রয়োজনীয় সব সংস্কার করতে, এর উপযুক্ত পরিবেশ সৃষ্টির সকল প্রয়াস নিতে প্রস্তুত রয়েছে। এই কাজে নিবেদিত সবার কাছ থেকে চাহিদা, পরামর্শ আসতে হবে। নিজের ওপর আস্থা থাকলে এটি আমরা পারবো।’

তিনি বলেন, ‘আমাদের মধ্যে আস্থার বিশ্বাস সৃষ্টি করতে হবে, শুধু আমাদের যেন বিশ্বের কাছে যেতে না হয়, বিশ্ব যেন আমাদের কাছেও আসে। আমাদের তরুণদের মনে বিশ্বাস সৃষ্টি করতে হবে যে আমরাই বিশ্ব। আজ আমরা সেই আকাঙ্খারই শতবার্ষিকী পালন করছি।’

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে