ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

হাসিনাসহ ৫০ জনকে গ্রেপ্তারে পরোয়ানা চায় প্রসিকিউশন

২০২৪ অক্টোবর ১৭ ১১:৫৫:০৫
হাসিনাসহ ৫০ জনকে গ্রেপ্তারে পরোয়ানা চায় প্রসিকিউশন

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গণহত্যার মামলার বিচারকাজ। বিচারের অংশ হিসেবে গণহত্যা ঘিরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালে এই গণহত্যার বিচার কাজ শুরু হয়েছে।

সূত্র জানায়, শেখ হাসিনা ছাড়া যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হতে পারে তারা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত এবং পুলিশের পলাতক ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ট্রাইব্যুনালে ইতোমধ্যে ৪৫টি এবং তদন্ত সংস্থায় ১৬টি অভিযোগ জমা পড়েছে, ফলে মোট ৬১টি অভিযোগ উঠেছে।

এসব অভিযোগের বেশিরভাগই আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী, এমপি এবং পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে। সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, যিনি ইতোমধ্যে দেশত্যাগ করেছেন। এছাড়া অন্য অভিযুক্তদের একটি বড় অংশও দেশত্যাগ করেছে বলে বিভিন্ন সূত্রে তথ্য পাওয়া যাচ্ছে।

এর আগে গত ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম শেখ হাসিনাসহ পলাতক অন্যদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেয়ার কথা জানিয়েছিলেন।

গত ১৪ অক্টোবর হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। যেখানে ট্রাইব্যুনালের দুইজন সদস্যও রয়েছেন। তারা হলেন- হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে