ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫
Sharenews24

ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

২০২৪ আগস্ট ০৬ ১১:২২:১০
ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে আন্দোলনকারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (০৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

এদিন বিকেল সাড়ে ৫টার দিকে শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে আন্দোলনকারীরা তার বাড়িতে হামলা চালায়।

তবে ওই সময় তার বাসভবন বন্ধ ছিল। সেখানে থাকতেন কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

কাদের মির্জা শেখ হাসিনার পদত্যাগের কথা শুনে সপরিবারে বাড়ি থেকে পালিয়ে যান।

সোমবার বিকেল ৫টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করে আগুন দেয় আন্দোলনকারীরা।

এ ছাড়াও কোম্পানীগঞ্জে প্রায় শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযাগের ঘটনা ঘটায় আন্দোলনকারীরা।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে