ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫
Sharenews24

অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন দেবে: রাষ্ট্রপতি

২০২৪ আগস্ট ০৫ ২৩:৩৬:৫৫
অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন দেবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, অনতিবিলম্বে জাতীয় সংসদ ভেঙ্গে দেওয়া হবে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হব।

সোমবার (০৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলা আটকসহ সব বন্দিদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মো. সাহাবুদ্দিন।

তিনি দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে এবং লুটতরাজ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করেন তিনি।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে