ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫
Sharenews24

সরকারের পতন, যে বার্তা দিলেন আজহারী

২০২৪ আগস্ট ০৫ ২২:০৫:৫৭
সরকারের পতন, যে বার্তা দিলেন আজহারী

নিজস্ব প্রতিবেদক : দেশের চলমান পরিস্থিতিতে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী।

নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় সহ প্রতিটি স্থাপনার প্রতি কড়া নজর রাখুন! সজাগ পাহারা দিন। দাঙ্গা বাধানোর ষড়যন্ত্র নস্যাত করে দিন।

রোববার (০৪ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৭ টা ৫৫তে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব কথা লেখেন তিনি।

এর আগে আরেক ফেসবুক পোস্টে এই ইসলামী চিন্তাবিদ লিখেছিলেন, দেশকে লুটে খাওয়া মানুষগুলো যখন মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় আর কারাগারগুলো দেশ গড়ার কাণ্ডারি শিক্ষক-শিক্ষার্থীদের দিয়ে পূর্ণ হয়, শিক্ষকদের রিমান্ডে নেওয়া হয়; তখন বলতেই হয়— শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কারাদণ্ডে রূপ নিয়েছে।

তিনি আরও লিখেন, নিরপরাধ শিক্ষক-শিক্ষার্থীদের সকল প্রকার হয়রানি ও নির্বিচারে গণগ্রেপ্তার বন্ধ করুন। অনতিবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিন। শত শত মায়ের বুক খালি করা প্রকৃত অপরাধীদের বিচার করুন।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে