ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

যে শঙ্কায় বিয়ে করছেন না সালমান, জানালেন বাবা সেলিম খান

২০২৪ জুন ২৬ ১০:৪১:২৭
যে শঙ্কায় বিয়ে করছেন না সালমান, জানালেন বাবা সেলিম খান

বিনোদন ডেস্ক : প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফসহ বহু নারীর প্রেমে পড়েছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান। বলিউডে এমন গুঞ্জন শোনা যায়।

কিন্তু ৫৮ বছর বয়স হলেও এখন রয়ে গেছেন ব্যাচেলর। বিয়ের কোনো পরিকল্পনা নেই ভাইজানের। অন্যদিকে সালমানের ভক্তরা তার বিয়ে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অভিনেতা তার বিয়ে নিয়ে কখনই কিছু বলেন না।

এবার ছেলের বিয়ে নিয়ে মুখ খুললেন বাবা সেলিম খান। তিনি জানান, আসলে সালমান খুবই সহজ সরল একজন মানুষ। খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু বিয়ে করতে ভয় পায়।

তার কথায়, সালমান মনে করেন, কোনো মেয়েই তার মায়ের মতো সংসার গোছাতে পারবে না। আসলে, সালমান সব মেয়ের মধ্যেই মায়ের কোয়ালিটিগুলো খুঁজতে শুরু করে।

সেলিম বলেন, সালমান চায় ও যেই মেয়েকে বিয়ে করবে, সে যেন স্বামী ও সন্তানদের প্রতি গভীর ভালোবাসা রাখে। সে যেন প্রকৃত স্ত্রী হয়ে ওঠে। আসলে এমন মেয়ে পাওয়া আজকাল খুবই কঠিন। তাই সালমান বিয়ে করছেন না।

তারিক/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে