ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

জয় দিয়ে ইউরো শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির

২০২৪ জুন ১৬ ১৫:১৯:১২
জয় দিয়ে ইউরো শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির

ক্রীড়া প্রতিবেদক : চার বছর আগে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো শিরোপা জিতেছিল ইতালি। তারপর সময়টা তেমন ভালো যায়নি দেশটির। ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী দলটি ইউরো জয়ের পর বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থ হওয়ায় খেলতে পারেনি কাতার বিশ্বকাপেও। এমনকি এবারের ইউরোতে এসেছে প্লে অফের বাঁধা পেরিয়ে। তাই আজ্জুরিদের নিয়ে এবার আশা করার লোক খুব কম।

রোববার (১৬ জুন) বাংলাদেশ সময় রাত একটা শুরু হওয়া গ্রুপ 'বি'-এর ম্যাচে প্রায় ১০ হাজার ভক্তদের উপস্থিতিতে আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইতালি।

বরুসিয়া ডর্টমুন্ডের মাঠ বিভিবি স্তাদিওনে তিনটি গোলই হয় প্রথমার্ধে। বজরামির উপহার দেওয়া লিড কেড়ে নেন আলেসান্দ্রো বাস্তোনি। এরপর জয়সূচক গোলে ইতালিয়ান শিবিরে স্বস্তি ফেরান নিকোলো বারেল্লা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করতে মরিয়া আলবেনিয়ান ফুটবলাররা। তবে আলবেনিয়া নয়, প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও সেরা গোলের সুযোগ পেয়েছিল ইতালি। কিন্তু দুর্ভাগ্যবশত গোল আসেনি।

উল্টো ম্যাচের দেরিতে খেলা সমতা আনার কাছাকাছি চলে আসে আলবেনিয়া। বদলি খেলোয়াড় রেই মিনাজ বল ঢুকাতে পারেননি।

ম্যাচের প্রায় প্রতিটি ম্যাট্রিক্সেই এগিয়ে ছিল ইতালি। তবে বল দখল ও শটে এগিয়ে থাকলেও দুই গোলের বেশি করতে পারেনি ইতালি

ইতালির পরবর্তী ম্যাচ শুক্রবার (২১ জুন) স্পেনের বিপক্ষে এবং আলবেনিয়া ক্রোয়েশিয়ার বিপক্ষে।

এএসএম/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে