ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
Sharenews24

বিয়ে করলেন ঐশ্বরিয়া

২০২৪ জুন ১৫ ১৪:৫০:৫৮
বিয়ে করলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ভারতের দক্ষিণী সিনেমার ‘অ্যাকশন কিং’ অর্জুন সরাজের বড় মেয়ে অভিনেত্রী ঐশ্বরিয়া অর্জুন।

এক প্রতিবেদনে ইন্ডিয়া টুড জানিয়েছে,গত ১০ জুন, চেন্নাইয়ের গেরুগামবাকারের হনুমান মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ঐশ্বরিয়া। তার বরের নাম উমাপতি। তিনিও দক্ষিণী সিনেমার অভিনেতা।

গত বছরের ২৮ অক্টোবর পরিবার ও বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে বাগদান সারেন ঐশ্বরি-উমাপতি। এরপর কয়েক দফা বিয়ের তারিখ পরিবর্তনের পর সাতপাকে বাঁধা পড়লেন এই যুগল।

২০১৩ সালে তামিল ভাষার ‘পাতাথু ইয়ানাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ঐশ্বরিয়ার।

২০১৮ সালে ‘প্রেমা বারাহা’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে মাত্র তিনটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

জনপ্রিয় কমেডিয়ান থামবি রাইয়ার পুত্র অভিনেতা উমাপতি। ২০১৭ সালে তামিল ভাষার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার।

এরপর আরও তিনটি সিনেমায় অভিনয় করেন। তার পরবর্তী সিনেমা ‘পিথালা মাথি’। তামিল ভাষার এ সিনেমা পরিচালনা করছেন মণিকা বিদ্যা।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে