ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Sharenews24

ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা দাবি করে কারাগারে

২০২৪ জুন ০৮ ০৯:৫৬:১২
ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা দাবি করে কারাগারে

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজারে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা দাবি করেছিলেন শাহজাহান আলী নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (০৬ জুন) বিকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শাহজাহান আলী নাকাইহাট বাজারের বর্মনস ডেন্টাল কেয়ারে গিয়ে নিজেকে রংপুর বিভাগীয় ম্যাজিস্ট্রেট পরিচয় দেন। তিনি চেম্বারটি অপরিষ্কার অভিযোগ এনে ৫০ হাজার টাকা দাবি করেন।

এতে সন্দেহ হলে ডেন্টাল কেয়ারের মালিক দন্ত চিকিৎসক জয়ন্ত চন্দ্র মোহন্ত গাইবান্ধা সিভিল সার্জন অফিসে ফোন করেন। জয়ন্ত চন্দ্র মোহন্ত জানান, সিভিল সার্জন তাকে জানান যে, রংপুর বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কোন টিম নাকাইহাট বাজারে অভিযানে আসেনি।

মোবাইলে তাদের আলোচনা বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে শাহজাহানকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকালে উপজেলার নাকাইহাট বাজারের বর্মনস ডেন্টাল কেয়ার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার (০৭ জুন) বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

শাহজাহান আলীর (৪৫) বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার নতুন বাবুপাড়া (গার্ড পাড়া) গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইয়াসিন আলী মোল্লার ছেলে।

শুক্রবার বিকালে গোবিন্দগঞ্জ থানার হলরুমে সংবাদ সম্মেলন করে এসব তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা। তিনি বলেন, শাহজাহান আলী একজন প্রতারক। বৃহস্পতিবার বিকালে নাকাইহাট বাজারে বর্মনস ডেন্টাল কেয়ারে গিয়ে নিজেকে রংপুর বিভাগীয় ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে অভিযান চালান।

এ সময় চেম্বার অপরিষ্কার অভিযোগ এনে ৫০ হাজার টাকা দাবি করেন। এতে সন্দেহ হলে তাকে বসিয়ে রেখে বর্মন ডেন্টাল কেয়ারের মালিক দন্ত চিকিৎসক জয়ন্ত চন্দ্র মোহন্ত গাইবান্ধা সিভিল সার্জন অফিসে ফোন করেন।

তখন তিনি জানতে পারেন এ রকম কোনও টিম গাইবান্ধায় অভিযান পরিচালনা করছে না। মোবাইলে তাদের আলোচনা বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে শাহজাহানকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

তিনি আরও বলেন, শাহজাহানকে আটক করে থানায় নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে ভুয়া ম্যাজিস্ট্রেট ও সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার কথা স্বীকার করেন।

তিনি জানান, ইতিপূর্বে নীলফামারীর কিশোরগঞ্জ থানায় ভুয়া সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রেফতার হয়েছিলেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণার ঘটনায় তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় আরেকটি মামলা হয়েছে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ, সেকেন্ড অফিসার প্রলয় বর্মা ও এসআই মো. মানিক রানাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে