ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫
Sharenews24

পরিচয়পত্র সংশোধনে ফের সময়সীমা নির্ধারণ

২০২৫ জুলাই ২১ ০৯:৩৮:৩০
পরিচয়পত্র সংশোধনে ফের সময়সীমা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য আবারও সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৩ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত পরিচালিত ‘ক্রাশ প্রোগ্রামে’ যাদের আবেদন বাতিল হয়েছিল, তারা আগামী ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত পুনরায় সংশোধনের আবেদন করতে পারবেন।

রোববার (২০ জুলাই) ইসির এনআইডি শাখার সহকারী পরিচালক মোহা. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, বাতিলের কারণগুলোর মধ্যে ছিল—

নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র না দেওয়া

অসম্পূর্ণ বা ভুল আবেদন

দাখিলকৃত দলিল ও সংশোধনের অসামঞ্জস্যতা

সাক্ষাৎকারে অনুপস্থিতি

নতুন আবেদনে কেউ যদি আবার সংশোধনের চেষ্টা করেন, তার আবেদন আগের ক্যাটাগরিতেই বিবেচনায় নিতে হবে এবং পূর্বের সিদ্ধান্তের ভিত্তিতেই নিষ্পত্তি করতে হবে।

ইসি সূত্র জানিয়েছে, এই প্রোগ্রামে প্রায় ৯ লাখ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আবেদন বাতিল হয়েছিল। এবার তাদের জন্যই পুনরায় সংশোধনের সুযোগ দেওয়া হলো।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে