ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘হ্যালো, হাউ আর ইউ’ বলে আনারকে শিলাস্তির অভ্যর্থনা

২০২৪ জুন ০৩ ২৩:৪৩:০৯
‘হ্যালো, হাউ আর ইউ’ বলে আনারকে শিলাস্তির অভ্যর্থনা

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার যখন কলকাতার সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে ঢোকেন, তাকে শিলাস্তি অভ্যর্থনা জানিয়ে বলেছিলেন- ‘হ্যালো, হাউ আর ইউ’। উত্তরে এমপি আনার বলেছেন, ‘আই এম ফাইন’।

আনারকে অভ্যর্থনা দেওয়ার পর শিলাস্তি ফ্ল্যাট থেকে বের হয়ে যান। রাতে যখন ফ্ল্যাটে ফেরেন তখন প্রচুর ব্লিচিং পাওডারের গন্ধ পেয়েছেন তিনি। সেই সময় সেলেস্তি ফ্ল্যাটে থাকা অন্যদের জিজ্ঞেস করেছেন- ‘গেস্ট (এমপি আনার) কোথায়’।

তখন শিলাস্তিকে তারা বলেছে, ‘গেস্ট চলে গেছে।’ এরপর রাতে টয়লেটে প্রচুর পানি ফ্ল্যাশের শব্দ পেয়েছেন শিলাস্তি।

এমপি আনার হত্যাকান্ডে গ্রেফতার শিলাস্তি রহমান সোমবার (০৩ জুন) আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য তুলে ধরেন।

জবানবন্দি দেওয়ার সময় শিলাস্তি নিজেকে নির্দোষ দাবি করেন। এজলাসে তিনি বলেন, হত্যার বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে তিনি ফ্ল্যাটে থাকা অবস্থায় যতটুকু দেখেছেন তার সম্পূর্ণ সিনারিও তুলে ধরেছেন আদালতের সামনে।

জবানবন্দিতে সেলেস্তি উল্লেখ করেছেন, কিভাবে হত্যার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিনের সঙ্গে তার পরিচয় হয়েছে। কেনই বা তিনি শাহিনের সঙ্গে কলকাতায় গেছেন।

কিভাবে কারসঙ্গে কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন। এছাড়াও এমপি আনারকে কারা ওই ফ্ল্যাটে নিয়ে গেছেন। ফ্ল্যাটটিতে ঘটনার আগে ও পরে কারা গিয়েছিল, সকল তথ্যই উঠে এসেছে শিলাস্তির জবানবন্দিতে।

উল্লেখ্য, গত ১২ মে ভারতে যান এমপি আনার। কলকাতার ব্যারাকপুরসংলগ্ন মণ্ডলপাড়ায় বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি। ১৩ মে চিকিৎসার কথা বলে বাসা থেকে বের হন আনার। পরে কলকাতার দমদম বিমানবন্দর লাগোয়া নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন এমপি আনার।

শেয়ারনিউজ, ০৩ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে