ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি

২০২৫ জানুয়ারি ১৮ ০৭:৫২:৪৮
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি

নিজস্ব প্রতিবেদক: লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাতের দিকে তার শারীরিক অবস্থার কিছু অবনতি ঘটে এবং চিকিৎসকরা তার অবস্থার উন্নতির জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন।

মেডিক্যাল বোর্ডের একজন সদস্য শুক্রবার বলেছেন, “ম্যাডাম সাত বছর পর লন্ডনে এসেছেন এবং তিনি এর আগে এই হাসপাতালে চিকিৎসা নেননি। দেশে অনেক চাপের মধ্যে ছিলেন, তাই নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে তার কিছুটা সময় লাগছে। বর্তমানে লন্ডনে প্রচণ্ড ঠান্ডা চলছে।”

তিনি উল্লেখ করেন, গত দুই দিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো ছিল না এবং কয়েকটি স্বাস্থ্যের প্যারামিটার ফলাফলে সমস্যা দেখা দিয়েছে। নতুন করে হার্টের কিছু জটিলতা দেখা দিয়েছে এবং মেডিক্যাল বোর্ড সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন তার ফিটনেস বাড়ানোর জন্য।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার ব্রিফিংয়ে বলেন, “ম্যাডামের স্বাস্থ্যগত সব পরীক্ষার প্রতিবেদন আসার পরই ‘লিভার প্রতিস্থাপনের’ সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড। তার বয়স ৭৯ বছর হওয়ায় এবং শারীরিক অবস্থার উপর ভিত্তি করে এ বিষয়ে বিশ্লেষণ করা হবে।”

তিনি আরও জানান, লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়ার পরে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। বর্তমানে তার লিভার, কিডনি এবং হার্টের জটিলতার চিকিৎসা করা হচ্ছে। চিকিৎসকরা প্রয়োজনীয় সকল পরীক্ষার মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখছেন।

লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে ৬ থেকে ৭ জনের একটি মেডিক্যাল টিম বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন এবং তারা চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল সিদ্ধান্ত এবং পর্যবেক্ষণ শেয়ার করছেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, এবং আর্থ্রাইটিসসহ নানা জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি তাকে যুক্তরাজ্যে নিয়ে গিয়ে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে