ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

বিনিয়োগ ফিরে পেয়ে যা বললেন ভেঞ্চার ক্যাপিটালের আয়মান সাদিক

২০২৫ জানুয়ারি ১৮ ০৭:৪৬:৩৪
বিনিয়োগ ফিরে পেয়ে যা বললেন ভেঞ্চার ক্যাপিটালের আয়মান সাদিক

নিজস্ব প্রতিবেদক: সরকারি উদ্যোগে বিনিয়োগ ফিরে পেলেন এডটেক প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুল’।

ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ৫ কোটি টাকার বিনিয়োগের সিদ্ধান্ত কার্যকর করেছে, যা আগের আওয়ামী লীগের সরকার কর্তৃক বাতিল করা হয়েছিল। প্রতিষ্ঠানটি এ সম্পর্কিত তথ্য প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে

বিনিয়োগ ফিরে পেয়ে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক সাংবাদিকদের বলেন, “চুক্তি অনুযায়ী স্টার্টআপ বাংলাদেশ ৫ কোটি টাকা দুই ধাপে ছাড় করবে। প্রথম ধাপে আড়াই কোটি টাকা ইতিমধ্যে ছাড় করা হয়েছে।”

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “টেন মিনিট স্কুলে বিনিয়োগের সিদ্ধান্ত কখনোই বাতিল হয়নি, তবে বিশেষ পরিস্থিতির কারণে গত জুলাইয়ে এই বিনিয়োগ স্থগিত করা হয়েছিল।”

তিনি আরও বলেন, “এ ধরনের একটি সম্ভাবনাময় স্টার্টআপে বিনিয়োগ না করার কোনো যুক্তিযুক্ত কারণ নেই। তাই অন্তবর্তী সরকার আগের সিদ্ধান্ত কার্যকর করেছে।”

জানা গেছে, আয়মান সাদিক ২০১৫ সালে টেন মিনিট স্কুল প্রতিষ্ঠা করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষামূলক কনটেন্টের মাধ্যমে দেশে ও বিদেশে সুনাম অর্জন করেছে।

এর আগে ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে আয়মান সাদিকের প্রকাশ্য সমর্থনের কারণেই তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে