ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার

২০২৫ জানুয়ারি ১৮ ১৫:০৯:১৯
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার

নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রিভিউ আবেদনের শুনানি আগামীকাল ১৯ জানুয়ারি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

গত ১ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রিভিউটির শুনানির তারিখ নির্ধারণ করে।

এতে আবেদনের পক্ষে আইনজীবী দলের মধ্যে উপস্থিত ছিলেন জয়নুল আবেদীন, শরীফ ভূঁইয়া এবং মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই রিভিউ আবেদনটি গত ১৬ অক্টোবর করা হয়। একই সঙ্গে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও রিভিউ আবেদন করেন।

রিভিউ আবেদনের উদ্দেশ্য হলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্য সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পুনর্বিবেচনার মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা। শুনানিতে বিচার ব্যবস্থার বিভিন্ন দিক এবং জনগণের স্বার্থের বিষয়গুলো উচ্চ আদালতের সামনে উপস্থাপন করা হবে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে