ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

কোরআনের শাসন কায়েমের মাধ্যমে মানবিক দেশ গড়তে চাই: জামায়াত আমীর

২০২৫ জানুয়ারি ১৮ ১৯:২৩:২৫
কোরআনের শাসন কায়েমের মাধ্যমে মানবিক দেশ গড়তে চাই: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক: জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। তিনি চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্য থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

জামায়াতের আমীর আরও বলেন, "যদি আমাদের বিনয়ী অনুরোধ কেউ না শোনে, তবে বলতে চাই, আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি।"

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ১৫ বছর পর এই মাঠে জামায়াতের এই ধরনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে সকাল থেকে নেতাকর্মীদের ঢল নামে।

ডা. শফিকুর রহমান বলেন, "দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সন্তানরা রক্ত দিয়েছেন। এখন যারা অফিস আদালতে ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত, তাদের প্রতি অনুরোধ, এসব কার্যকলাপ বন্ধ করুন।

জামায়াতের আমীর আরও বলেন, "দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি ও দখলদার মুক্ত একটি ন্যায়ের বাংলাদেশ গড়তে চাই। ইনসাফ কায়েমের গ্যারান্টি কেবল আল কোরআন দিতে পারে।"

ডা. শফিকুর রহমান শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানান, যারা স্বাধীনতা সংগ্রামে রক্ত দিয়েছেন।

তিনি বলেন, "তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রক্ষা করতে হবে।" তিনি শহীদ পরিবার ও আহতদের দেখভালকে একটি নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন এবং বলেন, "এটি তাদের প্রতি দয়া নয়; পুরো জাতি তাদের প্রতি কৃতজ্ঞ।"

সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী, এবং বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সহকারি সেক্রেটারি রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলন পরিচালনা করেন মহানগরের সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল, সহকারি সেক্রেটারি শাহাদত হোসেন এবং জেলা সেক্রেটারি গোলাম মুর্তৃজা।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে