ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

কাবা শরীফের ইমাম বাংলাদেশে, জুমার ইমামতি করলেন যেখানে

২০২৫ জানুয়ারি ১৮ ০৮:০৯:৩৯
কাবা শরীফের ইমাম বাংলাদেশে, জুমার ইমামতি করলেন যেখানে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন।

তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে অবস্থিত রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসায় দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলনে অংশ নিয়ে শুক্রবার (১৭ জানুয়ারি) জুমার নামাজে ইমামতি করেন। এতে লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করে, জানিয়েছেন প্রতিষ্ঠানের মোহতামিম মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীর।

শায়েখ ড. হাসান বোখারী দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে রঘুনাথপুর হাইস্কুল মাঠে অবতরণ করেন। নামাজ আদায় শেষে তিনি পুনরায় ঢাকায় ফিরে যান।

১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত এই ইসলামি মহাসম্মেলনে সভাপতিত্ব করেন রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার নায়েবে মোহতামিম মুফতি আহমাদুল্লাহ কাসেমী।

সম্মেলনে মক্কার হারাম শরিফের প্রধান মুফতি শায়েখ মুহাম্মদ বিন মাতার আস-সেহলী, ভারতের দারুল উলুম দেওবন্দের হাদিস ও ফিকাহ বিভাগের শিক্ষা সচিব শায়েখ আফজাল কাইমুরী এবং অন্যান্য বিশিষ্ট আলেমগণ উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন কলরবের আবু সুফিয়ান। এতে অতিথি হিসেবে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক এবং দাগনভূঞা থানার ওসি লুৎফর রহমান উপস্থিত ছিলেন। বিভিন্ন শ্রেণি-পেশার লক্ষাধিক মুসল্লি সম্মেলনে অংশ নেন।

জুমার নামাজের খুতবায় কাবার সাবেক ইমাম মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করেন। আয়োজক মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীর জানিয়েছেন, এটি দশমবারের মতো অনুষ্ঠিত মহাসম্মেলনে লক্ষাধিক মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেন।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে