ঢাকা, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

মুনাফায় চমক দেখানো শেয়ারের একি বেহাল দশা!

২০২৫ জানুয়ারি ১৮ ১৫:০২:৪৫
মুনাফায় চমক দেখানো শেয়ারের একি বেহাল দশা!

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডস লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করার এটি দ্বিতীয় কোম্পানি। এর আগের দিন বুধবার (১৫ জানুয়ারি) রহিম টেক্সটাইল দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে প্রথম হওয়ার শিরোপা তুলে নিয়েছিল।

দুটি কোম্পানিই দুর্বল মৌলের কোম্পানি এবং দ্বিতীয় প্রান্তিক শেষ হওয়ার ১৫ দিনের মাথায় আর্থিক প্রতিবেদন প্রকাশ করলো। বিনিয়োগকারীদের মতে দুটি কোম্পানিই অনেক স্মার্ট কোম্পানি। যেগুলো বছরজুড়ে কারসাজির শেয়ারের তালিকায় শীর্ষে থাকে। এবার দুটি কোম্পানিই দ্বিতীয় প্রান্তিকে মুনাফার চমক দেখিয়েছে।

ফাইন ফুডস এবার দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দেখিয়েছে ১ টাকা ১৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩৬ পয়সা। আগের বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এবারের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি মুনাফা বেশি করেছে সাড়ে ৩ গুণের বেশি।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩৮ পয়সা। আগের বছরের তুলনায় এবারের ৬ মাসে কোম্পানিটি মুনাফা বেশি করেছে সাড়ে ৪.৭৬ গুণের বেশি।

কিন্তু কোম্পানিটির মুনাফায় এতো বড় চমক থাকার পরও মুনাফা ঘোষণা আসার দিন (বৃহস্পতিবার) কোম্পানিটির শেয়ারের দাম কমেছে। এদিন কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১২ টাকা ২০ পয়সা বা ৫.৫৭ শতাংশ। মুনাফা ঘোষণাকে কেন্দ্র করে সপ্তাহজুড়েই শেয়ারটির দাম কমেছে। সপ্তাহের ৫ কর্মদিবসে শেয়ারটির দাম কমেছে ৪৭ টাকা ৫০ পয়সা বা ১৮.৬৬ শতাংশ। যার ফলে শেয়ারটি সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে বড় ধরনের মুনাফা আসবে-এমন খবরে নভেম্বরের শুরু থেকেই শেয়ারটির দাম বাড়তে থাকে। নভেম্বরের শুরুতে শেয়ারটির দাম ছিল ১৫৬ টাকা ৫০ পয়সা। এরপর টানা বেড়ে গত ৬ জানুয়ারি শেয়ারটির দাম ওঠে ২১৭ টাকা ৪০ পয়সায়। তারপর থেকেই পতনের ধারায় থাকে কোম্পানিটির শেয়ার। যা সর্বশেষ লেনদে হয়েছে ২০৭ টাকায়।

আবদুর রহিম নামে এক প্রবীণ বিনিয়োগকারী বলেন, ফাইন ফুডের মালিকদের একটি অংশ শেয়ারটি নিয়ে সারাবছরই কারসাজি করে। যার কারণে যে প্রান্তিকে যে রকম আর্থিক প্রতিবেদন প্রকাশ করা দরকার, সেই প্রান্তিকে সেই রকম আর্থিক প্রতিবেদন প্রকাশ করে।

তিনি জানান, লিটন সাহা নামে কোম্পানিটির সাবেক এক পরিচালক কোম্পানিটির শেয়ার কারসাজির মূল হোতা। তিনি এক সময় প্রান্তিক বিনিয়োগকারী ছিলেন। এরপর ফাইন ফুডসের সঙ্গে যুক্ত হয়ে শত কোটি টাকার মালিক বনে যান। এখন তিনি শেয়ারবাজারের একজন বড় প্লেয়ার। গত দুই বছরের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম ২০২৩ সালের ১৯ জানুয়ারি ছিল সর্বনিম্ন ৫৯ টাকা ৬০ পয়সা এবং সর্বোচ্চ ২০২৫ সালের ৬ জানুয়ারি ২৭১ টাকা ৪০ পয়সা।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে