ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

সীমান্তে উত্তেজনা কমাতে বিজিবি ও বিএসএফ একমত

২০২৫ জানুয়ারি ১৮ ২০:৫২:১৩
সীমান্তে উত্তেজনা কমাতে বিজিবি ও বিএসএফ একমত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ’র মধ্যে শূন্যরেখায় একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে উভয় পক্ষ সীমান্ত এলাকায় উত্তেজনা কমাতে যা করণীয় তা করার বিষয়ে একমত হয়েছে।

শনিবার বিকেলে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর ৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, উভয় দেশ সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে সম্মত হয়েছে।

এর আগে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উত্তেজনার আরেকটি ঘটনা ঘটে। স্থানীয়রা শূন্যরেখার কাছে তাদের জমিতে গম তুলতে গেলে ভারতীয় নাগরিকরা এসে তাদের বাধা দেন। এ সময় ভারতীয়রা বাংলাদেশের কয়েকটি আম গাছ কেটে ফেলেন, যা নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় ভারতীয় নাগরিকদের হামলায় একজন বিজিবি সদস্যসহ কয়েকজন বাংলাদেশি আহত হন। তাদের মধ্যে কেউ কেউ বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া, বাংলাদেশিরা ভারতীয়দের বিরুদ্ধে সাউন্ড গ্রেনেড ও ককটেল বিস্ফোরণের অভিযোগও তুলেছেন।

চৌকা সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের কারণে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। তদুপরি, পতাকা বৈঠক শেষ হলেও সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এখনও বিরাজমান।

মিজান/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে