ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
Sharenews24

জামায়াতকে কোন ইসলামী দল বলে মনে করি না: আমীরে হেফাজত

২০২৫ জানুয়ারি ১৮ ২২:২৩:০১
জামায়াতকে কোন ইসলামী দল বলে মনে করি না: আমীরে হেফাজত

নিজস্ব প্রতিবেদক: আমীরে হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবুনগারী বলেছেন, যারা দেশে ইসলামী বিধান প্রতিষ্ঠার কাজ করছেন, হেফাজতে ইসলাম তাদের সাথে রয়েছে এবং ভবিষ্যতেও তাদের সমর্থন করবে।

আল্লামা মহিবুল্লাহ বাবুনগারী জামায়াতে ইসলামীকে তিনি ইসলামী দল হিসেবে মনে করেন না এবং জামায়াতের মাধ্যমে দেশে ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনাও তিনি দেখতে পান না।

আজ শুক্রবার (১৮ জানুয়ারি) কক্সবাজার প্রেস ক্লাব পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদের সময় হেফাজতে ইসলামসহ দেশের আলেম ও ওলামাদের উপর ঝুঁকিপূর্ণ নির্যাতন হয়েছে। জুলাই মাসের গণঅভ্যুত্থানে ৮৬ জন আলেম ও ওলামা শহীদ হয়েছেন।

তিনি উল্লেখ করেন, এই অভ্যূত্থানের ঘোষণাপত্রে আলেম ও ওলামাদের অবদানের স্বীকৃতি থাকতে হবে।

আমীরে হেফাজত বিকেল ৪টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান এবং এরপর প্রেস ক্লাব পরিদর্শনে আসেন।

এসময় প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক শামসুল হক শারেকসহ ক্লাব কর্মকর্তারা এবং সাংবাদিকরা আমীরে হেফাজতকে স্বাগত জানান।

আল্লামা মহিবুল্লাহ বাবুনগারীর সাথে ছিলেন কক্সবাজার হেফাজতের নেতা মাওলানা ইয়াসিন হাবিব, মাওলানা মুহসেন শরূফ এবং মাওলানা আবুল মন্জুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে