ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

টিকটকার স্ত্রীর নির্যাতনের শিকার প্রবাসী স্বামী!

২০২৪ জুন ০৩ ০৯:১২:৩৬
টিকটকার স্ত্রীর নির্যাতনের শিকার প্রবাসী স্বামী!

প্রবাস ডেস্ক : ঢাকা জেলার সাভার নিবাসী আমজাদ হোসেন একজন প্রবাসী। তার অভিযোগ, বিচ্ছেদের পরেও তাকে সাবেক স্ত্রী নির্যাতন করেছেন। বাড়ি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির করছেন।

রোববার (০২ জুন) বিকেলে থানা রোডের একটি রেস্টুরেন্টে এসব অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেন আমজাদ।

সংবাদ সম্মেলনে সাবেক স্ত্রীকে 'টিকটকার' বলে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে আমজাদের ৮ বছর বয়সী সন্তানও তার মায়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আমজাদ জানায়, ২০১২ সালে মানিকগঞ্জের সিঙ্গাইরের খানপাড়া এলাকার বাসিন্দা সোহেলের মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর সাভারের ব্যাংক কলোনির পৈত্রিক জমিতে তিনতলা বাড়ি নির্মাণ করেন। স্টেশনারি ব্যবসাও ছিল তার।

তিনি বলেন, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লে তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে জোর করে বিদেশে পাঠান তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন।

আমজাদ বিদেশে যাওয়ার পর তার স্ত্রী টিকটক শুরু করেন। এক সময় তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে যায়। পরকীয়া প্রেমিকের সঙ্গে দু-তিনবার কক্সবাজার যায়। এছাড়া, নিজের বাড়িতে কয়েকজন নারীর সঙ্গে অসাধু ব্যবসা শুরু করেন।

বিষয়টি জানার পর বিদেশ থেকেই স্ত্রীকে তালাক দেন আমজাদ। এই ঘটনার ৫ মাস পর তিনি দেশে ফেরেন। এই সময় তার সাবেক স্ত্রী তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। তিনি এবং তার পরিবার আমজাদের বাড়ির তৃতীয় তলা দখল করে। এখন পুরো বাড়ি দখলের চেষ্টা করছে।

আমজাদের ছেলে জানায়, তার মা তাকে মারধর করতেন এবং বাথরুমে আটকে রাখতেন। বাড়িতে বিভিন্ন লোকের সাথে সিগারেট খেতেন এবং কাপে লাল পানি পান করতেন। তার মা ব্লেড দিয়ে তার হাত কেটে লবণ লাগিয়ে দিয়েছেন। তাদের বাড়িতে বিভিন্ন পুরুষ আসা-যাওয়া করতো।

আমজাদ বলেন, আমার সাবেক স্ত্রী আমাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে। আমার বাড়ি দখল করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার চারটি ফ্ল্যাট লিখে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। নিজেই নিজের হাত কেটে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। আরও মামলা দেওয়ার হুমকি দিচ্ছে।

তিনি অভিযোগ বলেন, আমার প্রবাস জীবনের সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছি। ঋণ করে বিদেশে গিয়েছিলাম, প্রতি মাসে ২০ হাজার টাকা করে সেই কিস্তি দিয়েছি। সব তারা লুটে নিয়েছে। আমার ছেলেকে অমানুষিক নির্যাতন করেছে। আমি এসবের বিচার চাই।

শেয়ারনিউজ, ০৩ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে