ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

বেনজীরকে এবার দুদকে তলব

২০২৪ মে ২৮ ১৯:৪৪:০৬
বেনজীরকে এবার দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র জানিয়েছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আগামী ৬ জুন সাবেক আইজিপি বেনজীর আহমেদকে তলব করা হয়েছে। এদিন সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে গতকাল সোমবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, বেনজীর আহমেদকে গ্রেফতার করা হবে কি না তা নির্ভর করছে তদন্ত কর্মকর্তাদের সিদ্ধান্তের ওপর। প্রয়োজনে তদন্ত কর্মকর্তা বেনজীর আহমেদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের জন্য আদালতকে বলবেন।

দুদকের আইনজীবী আরও বলেন, তদন্তে আরও অপরাধমূলক সম্পদ পাওয়া গেলে আদালতে তা জব্দ করা হবে।

গত বৃহস্পতিবার (২৩ মে) বেনজীর আহমেদের সম্পত্তির ৮৩টি নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত। ৩৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশও দেওয়া হয়েছে। এরই মধ্যে এসব সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে দুদক।

দুই দিন পর রোববার (২৬ মে) আদালত থেকে বেনজীর আহমেদ ও তার স্ত্রী ও সন্তানদের ১১৯টি স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ পান। এছাড়া রাজধানীর গুলশানে আলিশান চারটি ফ্ল্যাট এবং ২৩টি কোম্পানির শেয়ার ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ারনিউজ, ২৮ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে