ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

দেশে কর্মরত বিদেশিদের হিসাব চেয়ে আইজিপিকে হাইকোর্টের নির্দেশ

২০২৪ মে ২৮ ১৬:০১:৫২
দেশে কর্মরত বিদেশিদের হিসাব চেয়ে আইজিপিকে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : দেশে বৈধ-অবৈধভাবে কত বিদেশি কাজ করছে সে বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে সরকার কেন অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না, সে বিষয়েও রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সকালে এসংক্রান্ত একটি রিটের শুনানি শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এই আদেশ ও রুল জারি করেন।

এসময় রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসাইন বলেন, বিভিন্ন গণমাধ্যম ও সংস্থার প্রতিবেদন অনুযায়ী দেশে ১০ লাখেরও বেশি বিদেশি কাজ করে, এর বেশিরভাগই অবৈধ। অথচ দেশের লাখো উচ্চশিক্ষিত তরুণ বেকার।

মূলত এজন্য অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চেয়ে রিট দায়ের করেন তারা।

রিটে উল্লেখ করা হয়, দেশে ১৬৯টি দেশের নাগরিকেরা কাজ করছে। এর মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফ্রিকার নাগরিকই বেশি অবৈধ। নানা অপরাধেও জড়িয়ে পড়ছে এরা।

শেয়ারনিউজ, ২৮ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে