ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

বেনজীরের সম্পদ বিক্রি ও হস্তান্তর বন্ধে বিভিন্ন দপ্তরে চিঠি

২০২৪ মে ২৮ ০৬:০১:১৫
বেনজীরের সম্পদ বিক্রি ও হস্তান্তর বন্ধে বিভিন্ন দপ্তরে চিঠি

নিজস্ব প্রতিবেদক : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ক্রোক করা ও ফ্রিজ করা স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি, হস্তান্তর বন্ধে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আদালতের আদেশের কপি ও চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান টিম আদেশের কপি পাঠানো হয়। চিঠিতে বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামের ক্রোক ও ফ্রিজ হওয়া জমি বিক্রি, হস্তান্তর বন্ধে আদালতের আদেশের কপি সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে।

বেনজী ও তার পরিবারের সদস্যদের নামের জমি অন্য কারোর নামে যাতে নামজারি না করা হয় সেজন্য আদালতের রায়ের কপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিসে পাঠানো হয়।

এদিকে, কোম্পানির শেয়ার স্থানান্তর বন্ধে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসিতে আদালতের রায়ের কপি পাঠানো হয়েছে।

অপরদিকে, কোম্পানির মালিকানা হস্তান্তর বন্ধে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে আদালতের ওই আদেশ পাঠানো হয়। একই সঙ্গে ব্যাংকে জমা থাকা টাকা উত্তোলন বন্ধে অবরুদ্ধের আদেশ সোনালী ব্যাংকসহ সংশ্লিষ্ট অন্য ব্যাংকে পাঠানো হয়েছে।

এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ গত ২৩ মে ও ২৬ মে দুই দফায় বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামের বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করার আদেশ দেন। এর মধ্যে স্থাবর সম্পদের ক্ষেত্রে ক্রোক বা জব্দ এবং অস্থাবর সম্পদের ক্ষেত্রে ফ্রিজ বা অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়।

সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আদালতের আদেশের কপির সঙ্গে চিঠিও পাঠানো হয়। চিঠিতে ওই আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

দুদক সূত্রে জানা যায়, আদালত দুই দফায় বেনজীর ও তার পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও ফ্রিজ করার আদেন দেন। এরমধ্যে গত ২৬ মে আদালত বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামের ১১৯টি জমির দলিল, ২৩টি কোম্পানির শেয়ার ও গুলশানে ৪টি ফ্লাট ক্রোকের আদেশ দেন। তার আগে ২৩ মে তাদের নামীয় ৩৪৫ বিঘা (১১৪ একর) জমি, বিভিন্ন ব্যাংকের ৩৩টি হিসাব ক্রোক ও ফ্রিজ করার আদেশ দেওয়া হয়।

শেয়ারনিউজ, ২৮ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে