ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

রেমালের প্রভাব মেট্রোরেলেও : এই চলে, এই থামে!

২০২৪ মে ২৭ ২১:৪৪:১০
রেমালের প্রভাব মেট্রোরেলেও : এই চলে, এই থামে!

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ঘূর্ণিঝড় রেমাল হঠাৎ জনজীবন থামিয়ে দিয়েছে। দেশব্যাপাী সকল স্তরের মানুষ রেমালকে মোকাবেলা করতেই যেন ব্যস্ত। জীবনের অন্যান্য বিষয় মানুষ যেন ভুলেই গেছে।

ঘূর্ণিঝড় রেমাল কেবল মানুষের জীবনের গতিই থামিয়ে দেয়নি, আকাশ-জল-স্থলের যাববাহনের গতিও থামিয়ে দিয়েছে। একইভাবে স্বপ্নের মেট্রোরেলেও আঘাত হেনেছে। যে কারণে মেট্রোরেলও এই চলে, এই থামে। সকাল থেকে দিনভর বেশ কয়েকটি পয়েন্টে মেট্রোরেল চলাচল বন্ধও ছিল।

সংশ্লিষ্টরা বলছেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মেট্রোরেলের সিগন্যাল সিস্টেমে সমস্যা দেখা দেয়। এই সমস্যা কয়েকবার দেখা দেয়। যে কারণে বারবার মেট্রোরেলে বাধা-বিপত্তি দেখা দেয়। এরফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আজ সোমবার (২৭ মে) সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে কারওয়ান বাজার স্টেশনে সর্বশেষ সমস্যাটি ঘটে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল কারওয়ান বাজার স্টেশনে পৌঁছালে সিগন্যাল সমস্যার সম্মুখীন হয়। এই সময় মেট্রো ট্রেনে মাইকিং করে সব যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়।

যান্ত্রিক ত্রুটির কারণে কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত কোনো ট্রেন যাবে না বলে জানানো হয়। যাত্রীদের এই স্টেশনে নেমে যাওয়ার অনুরোধ করা হয়। এতে বিপাকে পড়ে যান শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিলগামী যাত্রীরা। তবে এই সময় মতিঝিল থেকে উত্তরা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকে।

যাত্রীরা জানান, মিরপুর-১০ নম্বরে যাত্রীদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তারপর তারা যখন কাওরান বাজারে এসে পৌঁছেন, তখন জানতে পারেন ট্রেন আর সামনে যাবে না। যাত্রীদের কাওরান বাজারেই নেমে যেতে হবে। এই সময়ে বাইরে মুষলধারে বৃষ্টি পড়ে। এমন বৈরি আবহাওয়ার মধ্যে যাত্রীদের অন্য যানবাহনে গন্তব্য স্থানে রওয়ানা হতে হয়।

অপর এক যাত্রী ইকবাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে কারওয়ানবাজার স্টেশনে মেট্রোরেলের জন্য অপেক্ষা করছি, কিন্তু ট্রেনের কোনো খবর নেই। কবে নাগাদ আন্দোলন শুরু হবে তা কেউ বলতে পারছেন না। অনেকদিন পর জানানো হয় আজ মতিঝিল যাবে না ট্রেন।

এই বিষয়ে শাহবাগ মেট্রো স্টেশনের নিয়ন্ত্রক অর্পণ রায় বলেন, শাহবাগ-সচিবালয় মেট্রোরেল স্টেশনের মাঝখানে ভায়াডাক্টে গাছের ডাল পড়ে যাওয়ায় এবং মতিঝিল স্টেশন সংলগ্ন এলাকায় সোলার প্যানেল পড়ে যাওয়ায় এই অংশে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রয়েছে। আর সচিবালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সিগন্যাল সমস্যার কারণে এই রুটে মেট্রো চলাচল বন্ধ রয়েছে।

এর বাইরে কারওয়ানবাজার স্টেশনে ইন্টারলক ব্যবস্থা (যেখান থেকে ট্রেন ঘুরানো যায়) থাকায় এখন পর্যন্ত উত্তরা থেকে ট্রেন চলাচল করা সম্ভব হয়েছে। এরপর এই ইন্টারলক আবার মতিঝিলে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল কারওয়ান বাজার স্টেশনে পৌঁছালে সিগন্যাল সমস্যার সম্মুখীন হয়। এই সময় মেট্রো ট্রেনে মাইকিং করে সব যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। ফলে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়।

মেট্রোরেলের আরেক কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণিঝড় রিমেলের কারণে সৃষ্ট ঝড়ো হাওয়ার কারণে মেট্রোরেলের বিদ্যুৎ সঞ্চালন লাইনে কিছুটা সমস্যা হয়েছে। এই কারণে প্রথমে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়, তারপর চালু করা হয় এবং মাঝপথে থেমে থাকা যাত্রীদের কাছের স্টেশনে নামিয়ে দেওয়া হয়। মেট্রো চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।

এই বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, ঝড়ের কারণে সিগন্যাল সিস্টেমে সমস্যার কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত উভয় অংশে মেট্রো চলাচল বন্ধ থাকলেও উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উভয় অংশ চালু রয়েছে।

প্রথমে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত উভয় অংশে মেট্রো চলাচল বন্ধ করে উত্তরা থেকে আগারগাঁও উভয় অংশে চলাচলের ঘোষণা দেওয়া হলেও পরে জানা যায়, উত্তরা থেকে আগারগাঁও অংশও বন্ধ করে দেওয়া হয়েছে। এই সময় মিরপুর-১০ স্টেশনে বিপুল সংখ্যক যাত্রীকে মেট্রোরেলের অপেক্ষায় থাকতে দেখা যায়।

এর আগে সকালেও প্রতিকূল আবহাওয়ার কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই সময় হঠাৎ ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে আসা মেট্রোরেলের যাত্রীরা বিপাকে পড়েন। কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

শেয়ারনিউজ, ২৭ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে