ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

এবারের কোরবানির পশুর হাট কাঁপাতে আসছে ‘জায়েদ খান’

২০২৪ মে ২৭ ১৮:৫১:১৯
এবারের কোরবানির পশুর হাট কাঁপাতে আসছে ‘জায়েদ খান’

নিজস্ব প্রতিবেদক : এবারের কোরবানির ঈদে পশুর হাট কাঁপাতে আসছে জায়েদ খান। ভাবছেন রুপালি পর্দার নায়ক জায়েদ খান? না এবারের ঈদে কোরবানির পশুর হাটে অন্যতম আকর্ষণ হবে বিশাল আকৃতির জায়েদ খান নামের ষাঁড়। এমনটিই বলেছেন গাজীপুরের খামার মালিক আক্তার হোসেন।

আসছে কোরবানি ঈদে বিক্রির জন্য জায়েদ খান নামের গরুটি গাবতলী পশুর হাটে নেওয়া হবে। বর্তমানে গরুটির ওজন প্রায় ৩০ মণ। প্রায় ৩০ মণ ওজনের গরুটি দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন মানুষ আসছে তাঁর খামারে।

গাজীপুর সিটি করপোরেশনের কাউলতিয়া এলাকার বাসিন্দা আক্তার হোসেন। স্থানীয় এক কৃষকের কাছ থেকে কিনে গত এক বছর ধরে লালন পালন করছেন তাঁর আদরের গরুকে। গরুটি অন্য গরু বা মানুষ দেখলেই ডিগবাজি দিতে চায়। এমন চঞ্চল স্বভাবের কারণেই গরুর নাম রাখা হয়েছে ‘জায়েদ খান’।

গরুর এমন নামকরণের ব্যাপারে খামারী আক্তার হোসেনের ছেলে বলছে, প্রিয় নায়ক জায়েদ খানের ভক্ত সে। তাঁর ডিগবাজি ভালো লাগে বলে তাদের গরুর নাম দিয়েছে জায়েদ খান।

গরুর নাম মুখে মুখে ছড়িয়ে পড়াই অনেকেই গরুটির প্রতি কৌতূহল প্রকাশ করছেন। বেড়েছে উৎসুক দর্শনার্থীর সংখ্যাও। অনেকে মোবাইলে ভিডিও ধারণ করছেন। চঞ্চল গরুটি দেখার পর ভালো লাগার পাশাপাশি এর সঠিক নাম রাখা হয়েছে বলেও মন্তব্য করছেন অনেকে।

প্রতিদিন দেড় হাজার টাকার খাবার খাওয়ানো ফ্রিজিয়ান জাতের গরুটির দাম হাঁকা হচ্ছে সাড়ে ৮ লাখ টাকা। গরুটি গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় বলে দাবি করেছেন খামারী আক্তার হোসেন।

শেয়ারনিউজ, ২৭ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে