ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

শাহজালালে ১০ ফ্লাইট বাতিল

২০২৪ মে ২৭ ১৮:০৮:৫৪
শাহজালালে ১০ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক : প্রবল ঘূর্ণিঝড় রিমালের কারণে সৃষ্ট বৈরী আবহাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন রুটের মোট ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

জানা গেছে, রোববার (২৭ মে) রাত ১২টা ১ মিনিট থেকে সোমবার (২৭ মে) দুপুর পর্যন্ত ফ্লাইটগুলো বাতিল ঘোষণা করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ভিস্তারা এয়ারলাইন্সের দিল্লি ও মুম্বাইয়ের ফ্লাইট, ইন্ডিগোর কলকাতা, মুম্বাই, দিল্লি, ও চেন্নাই, এয়ার ইন্ডিয়ার দিল্লি এবং জাজিরা এয়ারওয়েজের কুয়েতগামী দুটি ফ্লাইট রয়েছে।

এর আগে, শনিবার (২৬ মে) ঘূর্ণিঝড় ‘রিমালের’ কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজারগামী সব ফ্লাইট এবং কলকাতাগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়। ওইদিন রাতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

শেয়ারনিউজ, ২৭ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে