ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রবাসীর বাড়িতে নারীর অবস্থান, অতপর...

২০২৪ মে ২৬ ২২:০০:১৬
স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রবাসীর বাড়িতে নারীর অবস্থান, অতপর...

নিজস্ব প্রতিবেদক : স্ত্রীর স্বীকৃতির দাবিতে মাদারীপুরের কালকিনিতে মালয়েশিয়া প্রবাসী আমিন চোকদারের বাড়িতে তিন দিন ধরে অবস্থান করছেন এক নারী। গত শুক্রবার থেকে তিনি উপজেলার কয়রিয়া ইউনিয়নের দঃ রামপোল গ্রামের ওই বাড়িতেই অবস্থান করছেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, মালয়েশিয়ায় প্রবাসী থাকা অবস্থায় সে দেশের আইন অনুযায়ী তাদের বিয়ে হয়েছে। এরপর চলে গেছে সাড়ে তিন বছর। এই সাড়ে তিন বছর ধরে সংসার জীবন অতিবাহিত করেছে তারা। দেশে আসার পর আমিন চোকদার তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে নানান অজুহাত দেখাচ্ছেন।

কায়ারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ওলিউল শিকদার জানান, মেয়েটি ওই বাড়িতে অবস্থান করছেন শুনে দেখতে গিয়েছি। তবে ছেলে দেশে না থাকায় স্থানীরা বিষয়টি নিয়ে মিমাংসা করার জন্য মেয়ের অভিভাবককে আসতে বলেছি।

অভিযুক্ত আমিন চোকদারের বাবা বলেন, ‘মেয়েটি আমার বাড়িতে গত ২৪ মে থেকে অবস্থান করছে। আমি বলেছি তোমাদের মালয়েশিয়ায় বিয়ে হয়েছে কিনা আমরা জানি না। ছেলেও কখনো বলেনি। ছেলে যদি তোমাকে স্ত্রী হিসেবে স্বীকার করে, তাহলে তোমাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে আমাদের পরিবারের কোনো আপত্তি নেই।’

বিয়ের কথা অস্বীকার করে অভিযুক্ত আমিন চোকদার মুঠোফোনে বলেন, ‘তার সাথে আমার কোনো বিয়ে হয়নি। শুধু প্রেমের সম্পর্ক ছিল।’

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারনিউজ, ২৬ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে