ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশে কুরবানি ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৪ মে ২৬ ২১:০৩:০০
বাংলাদেশে কুরবানি ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : মিশরের জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহার (কুরবানি) উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি হিজরি বছরের (১৪৪৫) পবিত্র জিলহজ মাস ৭ জুন (শুক্রবার) শুরু হতে পারে। সে হিসেবে আগামী ১৫ জুন পবিত্র হজের প্রথম দিন ও পবিত্র ঈদুল আজহার প্রথম দিন পালিত হতে পারে। খলিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা যাওয়ার পরদিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে চাঁদ দেখা যায়। সে অনুযায়ী মধ্যপ্রাচ্যে ১৬ জুন ঈদ উদযাপিত হলে পরের দিন অর্থাৎ আগামী ১৭ জুন (সোমবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মিশরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমিক্যাল অ্যান্ড জিওফিজিক্যাল রিসার্চের সভাপতি তাহা রাবেহ বলেন, এ ইনস্টিটিউটের সান রিসার্চ ল্যাবরেটরি গণনা করে ঈদের সম্ভব্য তারিখ জানিয়েছে।

প্রতিষ্ঠানটির মতে আগামী ৬ জুন (বৃহস্পতিবার) কায়রোর স্থানীয় সময় বেলা ২টা ৩৯ মিনিটে জিলহজ মাসের চাঁদ উঠবে। দিনটি পবিত্র জিলকদ মাসের ২৯ তারিখ।

ওই দিন সূর্যাস্তের পর নতুন চাঁদ পবিত্র মক্কা নগরীর আকাশে ১১ মিনিট ও কায়রোর আকাশে ১৮ মিনিট পর্যন্ত দেখা যাবে। চাঁদটি মিশরের অন্যান্য অঞ্চলে দেখা যাবে ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত।

তাহা রাবেহ বলেন, একই দিন সূর্যাস্তের পর বিভিন্ন আরব ও অন্যান্য দেশে নতুন চাঁদ ১ থেকে ২৮ মিনিট পর্যন্ত দৃশ্যমান হতে পারে।

তবে কুয়ালালামপুর ও জাকার্তায় এ চাঁদ সূর্যাস্তের যথাক্রমে ৯ ও ১৪ মিনিট আগে ডুবে যেতে পারে। ফলে ওই দিন রাতে এসব স্থানে চাঁদ দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ারনিউজ, ২৬ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে