ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

মে মাসেই কেন বাংলাদেশে ঘূর্ণিঝড়ের তান্ডব?

২০২৪ মে ২৬ ০৫:৪৭:৪১
মে মাসেই কেন বাংলাদেশে ঘূর্ণিঝড়ের তান্ডব?

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েক বছরে মে মাসে বাংলাদেশে বারবার ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা গেছে। আইলা, আমফান, ইয়াস বা অশনির পর মোখা- ঘূর্ণিঝড়গুলো আচড়ে পড়েছে মে মাসেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, মে মাসে কেন ঘূর্ণিঝড়ের প্রবণতা এত বেশি?

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ২০০৯ সালে ২১ মে, বঙ্গেপসাগরে তৈরি হয় ঘূর্ণিঝড় আইলা। যা উপকূলে আঘাত হেনেছে ২৫ মে।

২০১৯ সালের মে মাসে ঘূর্ণিঝড় ফণি এবং ২০২০ সালের মে মাসে দেখা গিয়েছিল আমফান। ২০২১ সালের মে মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে উৎপন্ন হয় ঘূর্ণিঝড় ইয়াস।

আর ২০২২ সালের ৭ মে ধেয়ে এসেছিল অশনি। ২০২৩ সালে ১৪ মে ঘূর্ণিঝড় মোখা আঘাত হানে বাংলাদেশে।

এবার বাংলাদেশে আঘাতের অপেক্ষায় রয়েছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। যা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে ২৫ বা ২৬ মে।

সেজন্য অনেকেরই প্রশ্ন, বারবারে এই মে মাসেই কেন তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়? এর নেপথ্যে কি কোনো ভৌগলিক বা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা রয়েছে?

দেশের আবহাওয়াবিদরা এর কারণ হিসেবে বলছেন, প্রাক বর্ষার মৌসুমে এপ্রিল এবং মে মাসই ঘূর্ণিঝড়ের মৌসুম। এর মধ্যে মে মাসে ঘূর্ণিঝড় সবথেকে বেশি হয়। মে মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হওয়ার পরিবেশ তৈরি হয়।

তারা বলছেন, বেশ কয়েকটি কারণের উপরে এই ঘূর্ণিঝড় নির্ভর করে। সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রার উপর ঘূর্ণিঝড়ে সৃষ্টি হওয়ার সম্ভাবনা নির্ভর করে।

সাধারণত ন্যূনতম তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকলেই তা ঘূর্ণিঝড়ের জন্য উপযুক্ত। বর্তমানে বঙ্গোপসাগরের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। ফলে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য তা অনুকূল।

আবহাওয়াবিদরা বলছেন, হাওয়া উপরের দিকে উঠতে থাকলেও ঘূর্ণিঝড় হওয়ার পরিবেশ তৈরি হয়। অনেক সময় দেখা গেছে, বঙ্গোপসাগরের উপরে এসে অনেক দুর্বল ঘূর্ণাবর্ত বা নিম্নচাপও ফের সজীব হয়ে উঠেছে। বিভিন্ন মহাসাগর থেকে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ বঙ্গোপসাগরের উপরে পৌঁছে তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যও অনেক সময় ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।

শেয়ারনিউজ, ২৬ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে