ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

কেন্দ্রীয় ব্যাংকের নজর এড়িয়ে কীভাবে অর্থ পাচার হয়, প্রশ্ন দুদকের

২০২৪ মে ২৫ ১৭:০৬:০৯
কেন্দ্রীয় ব্যাংকের নজর এড়িয়ে কীভাবে অর্থ পাচার হয়, প্রশ্ন দুদকের

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দিন আব্দুল্লাহ বলেছেন, মানি লন্ডারিংয়ের অভিযোগ দেরিতে আসার কারণে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে বেগ পেতে হচ্ছে।

শনিবার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘দুর্নীতি দমনে নাগরিকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মঈনউদ্দিন আব্দুল্লাহ বলেন, ‘মানি লন্ডারিংয়ের ছয় মাস পর দুদককে প্রতিবেদন আকারে অবহিত করে বাংলাদেশ ব্যাংক; তখন কিছুই করার থাকে না দুদকের। বাংলাদেশ ব্যাংকের নজর এড়িয়ে কিভাবে অর্থ পাচার হয়, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, দুর্নীতি বলতে শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ফোকাস করা, অথচ এই সুযোগে সমাজের অন্য পেশার মানুষও দুর্নীতি করছে।

দুদক চেয়ারম্যান জানান, দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি রোধে গেল দুই বছরে অন্তত ৩০ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা বলেন, বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে দুদকের প্রতি জনগণের অস্থা তলানিতে ঠেকবে।

শেয়ারনিউজ, ২৫ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে