ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Sharenews24

২ বলেই শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

২০২৪ এপ্রিল ১৯ ১৯:১২:৫৯
২ বলেই শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক : বৃষ্টির কারণে লম্বা সময় পর মাঠে গড়াল খেলা। নেমেই দ্বিতীয় বলে উইকেট তুলে নিলেন শাহিন শাহ আফ্রিদি। ক্রিজে নতুন ব্যাটার আসতেই ফের শুরু হয় বৃষ্টি। পরবর্তীতে আর মাঠেই গড়ায়নি খেলা। স্রেফ ২ বলেই পরিত্যক্ত হলো ম্যাচ।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল পাকিস্তানের সময় রাত সাড়ে আটটায়। কিন্তু বৃষ্টির কারণে টস হয় আধা ঘণ্টা দেরিতে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কিন্তু ব্যাট করতে নেমে স্রেফ দুই বলই খেলতে পারে সফরকারীরা।

টিম সাইফার্টের সঙ্গে নিউজিল্যান্ডের হয়ে ব্যাটিং ইনিংস শুরু করতে নামেন অভিষিক্ত টিম রবিনসন। ঠিক তখনই আবার বৃষ্টি হানা দেয়।

লম্বা সময় পর ম্যাচের দৈর্ঘ্য ৫ ওভারে নামিয়ে আবারও মাঠে নামেন ক্রিকেটাররা। এরপর প্রথম বলে ২ রান নিয়ে দ্বিতীয় বলে বিদায় নেন ওপেনার রবিনসন। পরের বল করার আগেই ফের শুরু হয় বৃষ্টি। শেষ পর্যন্ত সমাপ্তি হয় ম্যাচটির।

শেয়ারনিউজ, ১৯ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে