ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

অভিবাসীদের সুসংবাদ দিল জার্মানি

২০২৪ মার্চ ০৮ ১৫:০০:৫৭
অভিবাসীদের সুসংবাদ দিল জার্মানি

প্রবাস ডেস্ক : অভিবাসীদের সুখবর দিয়েছে জার্মান সরকার। তাদের সুবিধা দিতে অভিবাসন কার্যালয়ের সক্ষমতা বাড়াচ্ছে দেশটির সরকার।

আশ্রয় আবেদন যাচাই বাছাই প্রক্রিয়ার গতি বাড়াতে এখাতে জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার৷

দেশটির সংবাদপত্র ভেল্ট আম জনটাগকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার৷

‘যত তাড়াতাড়ি সম্ভব’ ফেডারেল অফিস ফর মাইগ্রেশন অ্যান্ড রিফিউজিতে অতিরিক্ত এক হাজার ছয়শটি পদে পূর্ণকালীন নিয়োগ দেয়া হবে বলে জার্মান বার্তা সংস্থাকে ডিপিএ-কে নিশ্চিত করেছে একটি সূত্র৷

বর্তমানে কার্যালয়টির অধীনে আট হাজার জনবল কাজ করছেন৷ স্বরাষ্ট্রমন্ত্রী ফেজার আরো জানিয়েছেন, সরকার ৩০ কোটি ইউরো অর্থ ব্যয়ে আশ্রয়প্রক্রিয়াকে গতিশীল ও পূর্ণ ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে৷

একইসঙ্গে, ইউরোপের বাইরের দেশগুলোতে আশ্রয়পদ্ধতি পরিচালনার সম্ভাব্যতা নিয়েও সরকার পর্যালোচনা করছে বলে জানান তিনি৷

জার্মান এবং ইউরোপীয় আইনে মানবাধিকার রক্ষা মূল লক্ষ্য জানিয়ে ফেজার বলেন, ‘‘এমন বিশেষজ্ঞ আছেন, যারা বিশ্বাস করেন যে এই ধরনের ব্যবস্থা সম্ভব, আবার কেউ কেউ বলেন আইনি অবস্থার পরিবর্তন করতে হবে৷’’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আশ্রয়প্রার্থীদের পুরো প্রক্রিয়া জুড়ে সুরক্ষা দেয়া হবে এবং যদি তারা আন্তর্জাতিক সুরক্ষার জন্য যোগ্য না হয়, তবে তাদের তাদের মূল দেশে ফিরে যেতে হবে৷

ইউরোপের বাইরে আশ্রয় প্রক্রিয়ার সম্ভাব্যতা যাচাইয়ে গত নভেম্বরে সিদ্ধান্তে পৌঁছেছেন চ্যান্সেলর ওলাফ শলৎস এবং জার্মানির রাজ্য প্রধানেরা৷ আগামী সপ্তাহে এই বিষয়ে নতুন করে আলোচনার কথাও রয়েছে৷

শেয়ারনিউজ, ০৮ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে