ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

অবরোধে বাস চলাচল নিয়ে মালিক সমিতির নতুন ঘোষণা

২০২৩ নভেম্বর ১১ ২০:৩০:৫৫
অবরোধে বাস চলাচল নিয়ে মালিক সমিতির নতুন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বিএনপি এক দফা দাবিতে আবারো ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছ । একই কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও গণতন্ত্র মঞ্চসহ যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য দল ও জোট।

এসব রাজনৈতিক দলগুলোর ডাকে আগামীকাল রোববার থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে এ অবরোধ চলবে।

তাদের অবরোধ ডাকের মধ্যেও ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

আজ শনিবার সংবাদ মাধ্যমে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকারের পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির বিবৃতিতে বলা হয়, বিএনপি-জামায়াতের ডাকা আগামীকাল থেকে টানা ৪৮ ঘণ্টা সারাদেশে সড়ক-রেল-নৌপথ অবরোধে ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। সকল রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি/কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানানো হলো।

পরিবহন মালিক সমিতির বিবৃতিতে আরও বলা হয়, জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকেরা কখনো সাড়া দেবে না। অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় তার জন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হলো।

শেয়ারনিউজ, ১১ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে