ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

পটুয়াখালী-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আফজাল হোসেন

২০২৩ নভেম্বর ০৯ ২০:৫৪:৪৭
পটুয়াখালী-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আফজাল হোসেন

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আফজাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন বিকেল ৫টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে একমাত্র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত আফজাল হোসেনকে বেসরকারিভাবে নির্বাচিত বলে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গত ১ নভেম্বর (শেষ দিনে) পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আফজাল হোসেন। এর আগে ২১ অক্টোবর অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

শেয়ারনিউজ, ০৯ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে