ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫
Sharenews24

সালমান শাহর ‘আরেক মায়ের কথা’ জানালেন ডলি জহুর!

২০২৩ সেপ্টেম্বর ২২ ১৮:৪৮:৪৭
সালমান শাহর ‘আরেক মায়ের কথা’ জানালেন ডলি জহুর!

বিনোদন ডেস্ক : নীলা চৌধুরী বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের মা। কিন্তু জানেন কি, কিংবদন্তি আরেক তারকার মাকে নিয়ে? সম্প্রতি গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ডলি জহুর।

মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তার স্বপ্নের নায়ক সালমান শাহ সম্পর্কে কিছু বলতে চাওয়া হলে প্রবীণ এই অভিনেত্রী বলেন, আমি সালমান শাহের মরদেহ দেখতে যাইনি। কারণ আমি তার জীবন্ত স্মৃতি নিয়ে বাঁচতে চাই। আমি বিশ্বাস করি না বাচ্চাটা (সালমান শাহ) মারা গেছে। তিনি বেঁচে আছেন এবং তিনি (সালমান শাহ) আমৃত্যু আমার স্মৃতিতে বেঁচে থাকবেন।'

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি শুধু আমার স্মৃতিতে নয়, দর্শকের স্মৃতির মণিকোঠায়ও সালমান আজীবন বেঁচে থাকবে।’ এরপরই ডলি জহুর জানান, ‘আমি সালমান শাহকে জন্ম দেইনি। কিন্তু আমি ওর আরেক মা। সিনেমায় সালমান শাহর মায়ের ভূমিকায় অনেক অভিনয় করেছি। তাই জীবিত সালমান নীলাকে (সালমান শাহর মায়ের নাম নীলা চৌধুরী) বেশি মা ডাকেনি আমাকে বেশি মা বলে ডেকেছে।’ এর জন্য আফসোস করে প্রায়ই নীলা চৌধুরী নাকি অভিনেত্রী ডলি জহুরকে বলতেন, ‘জন্ম দিলাম আমি, তুই (ডলি জহুর) হলি মা। তোকে বেশি মা ডাকায় আমার চেয়ে তোর প্রতিই ইমনের (সালমান শাহর আসল নাম) অনুভূতি বেশি কাজ করে।’ এমন আফসোসে নীলা চৌধুরীকে দুষ্টুমি করে ডলি বলতেন, ‘হিংসা কর কেন? হয়তো আমার মতো তুমি ওকে (সালমান শাহ) ভালোবাসতে পার না।’

সাক্ষাৎকারের এক পর্যায়ে আবেগআপ্লুত হয়ে ডলি বলেন, সিনেমায় মায়ের ভূমিকায় সব সময় আমাকেই চাইতো সালমান। এর জন্য আমার শিডিউল না থাকলে পরিচালক আর প্রযোজকদের সিনেমার শুটিং পিছিয়ে দেয়ারও অনুরোধ করত।’ অভিনেত্রীর কথায়, ব্যক্তিজীবনে সালমান এতই ভালো মনের একজন মানুষ ছিল যে প্রোডাকশন বয়কেও গুরুত্ব দিত। ইন্ডাস্ট্রির গরিব সদস্যদের ঈদে বাজার করা থেকে শুরু করে সব রকমই তাদের সাধ্যমতো সাহায্য করত সালমান। ওর উপস্থিতিতে বর্তমান সিনেমা ইন্ডাস্ট্রির বাজারও অন্যরকম হতে পারত বলে আফসোস করেন বর্ষীয়ান এ অভিনেত্রী।

শেয়ারনিউজ, ২২ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে