ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫
Sharenews24

জায়েদ খানের ব্যবহারে মুগ্ধ হয়ে যা বললেন সায়ন্তিকা

২০২৩ সেপ্টেম্বর ০১ ১০:০৯:৫৬
জায়েদ খানের ব্যবহারে মুগ্ধ হয়ে যা বললেন সায়ন্তিকা

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে এসেছেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। এরই মধ্যে কক্সবাজারে ‘ছায়াবাজ’ ছবির শুটিং শুরু হয়েছে। তার আগে বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে কলকাতা থেকে ঢাকায় পৌঁছান তিনি।

‘ছায়াবাজ’ একটি পারিবারিক গল্পের সিনেমা। এতে তার চরিত্রের নাম ডায়ানা। বাংলাদেশে পৌঁছে শুটিংয়ে যোগ দেওয়ার উত্তেজনা ও আনন্দের কথা মিডিয়াকে বলেছেন সায়ন্তিকা।

কক্সবাজারের শুটিং লোকেশন থেকে সায়ন্তিকা একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি। শুটিংও শুরু করেছি। সেটিও বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতে। কী সুন্দর জায়গা। মনেই হচ্ছে না যে শুটিং করছি। মনে হচ্ছে এখানে ছুটি কাটাতে এসেছি। শুটিং চলছে খুব আরামে,সুন্দর।

সায়ন্তিকা বলেন, ‘আমার নায়ক জায়েদ খান এবং সিনেমার পুরো টিম যেভাবে আমাকে সম্মান দেখাচ্ছেন তা বলার বাইরে। বাংলাদেশের মানুষের আন্তরিকতা, আতিথেয়তা, আতিথেয়তা নিয়ে কোনো কথা হবে না বলে আগেও শুনেছি, এসে প্রমাণ পেয়েছি। এক কথায় দারুণ।’

আগে থেকে জায়েদ খানের সঙ্গে জানাশোনা ছিল না এই অভিনেত্রীর। বাংলাদেশে এসেই তার সঙ্গে প্রথম দেখা, প্রথম পরিচয়। তবে প্রথম পরিচয়েই জায়েদ খানের ব্যবহারে মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি।

তিনি বলেন, ‘বিমানবন্দরে আমাকে নিতে গিয়েছিলেন জায়েদ খান। কী সুন্দর ব্যবহার তার! প্রথম দেখায়ই কথা বলে মনে হয়েছে, অসাধারণ মানুষ। যে কোনো শিল্পীর এটি অনেক বড় গুণ। ’

আমার কাছে মনে হয়েছে, ‘তার মধ্যে সেই গুণ আছে। হতে পারে একসময় কলকাতার ইন্ডাস্ট্রিতেও জায়েদ খান কাজ করবেন। আমি এখানে কাজ করতে এসেছি, জায়েদও ওখানে কাজ করতে যাবেন। আমিও চাই এটি।’

শেয়ারনিউজ, ০১ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে