ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

মানুষ মারা গেলেও দীর্ঘসময় ‘বেঁচে’ থাকে যে অঙ্গগুলো

২০২৩ আগস্ট ৩১ ১৭:৪৪:৫৮
মানুষ মারা গেলেও দীর্ঘসময় ‘বেঁচে’ থাকে যে অঙ্গগুলো

লাইফস্টাইল ডেস্ক : মানুষের মৃত্যুর পর মৃতদেহ হয় দাহ বা দাফন করা হয়। কিন্তু আপনি কি জানেন এই সময়ে মানুষের অনেক অঙ্গ-প্রত্যঙ্গ বেঁচে থাকে? মৃত্যুর কয়েক ঘণ্টা পরও অনেক অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করে! এ কারণে মৃত্যুর পর মানুষের অঙ্গ অন্য রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়।

আজকের প্রতিবেদনের আলোচনার বিষয় হলো মানুষের দেহের কোন অংশ মৃত্যুর পর সবচেয়ে বেশি সময় বেঁচে থাকে। তাহলে চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক-

মানুষ মারা গেলে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পর মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহও বন্ধ হয়ে যায়। একইভাবে, বাকি অঙ্গগুলিও ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ে।

যারা অঙ্গ দান করেন, তাদের অনেক অঙ্গ মৃত্যুর পর অন্য রোগীদের দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে চোখ দান করা হয়। মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে চোখ তুলে ফেলতে হবে। এরপর চক্ষু ব্যাঙ্কে রাখা হয় এবং অভাবী রোগীদের শরীরে প্রতিস্থাপন করা হয়। মানুষের চোখের কর্নিয়া মৃত্যুর পর ৪-৬ ঘন্টা পর্যন্ত ব্যবহারযোগ্য থাকে।

চোখ ছাড়াও কিডনি, হার্ট ও লিভার প্রতিস্থাপন করা হয়। এই অঙ্গগুলির কোষগুলি মৃত্যুর পরেও কাজ করতে থাকে, তাই মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে সেগুলি সরিয়ে অন্য রোগীকে দেওয়া হয়। মৃত্যুর ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে হৃদপিণ্ড অন্য রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়। একইভাবে, কিডনি ৭২ ঘন্টা এবং লিভার ৮-১২ ঘন্টা পর্যন্ত সতেজ থাকে।

আর যদি কথা বলা হয় শরীরের অংশগুলো সবচেয়ে বেশি সময় বেঁচে থাকা অঙ্গ নিয়ে, তাহলে ত্বক ও হাড়কে প্রায় ৫ বছর বাঁচিয়ে রাখা যায়। একই সময়ে, হৃৎপিণ্ডের ভালভগুলো ১০ বছর ধরে বাঁচিয়ে রাখা যায়।

শেয়ারনিউজ, ৩১ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে