ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫
Sharenews24

হঠাৎ বিয়ে করছেন অভিনেতা হাবু

২০২৩ আগস্ট ২৫ ১০:২০:২৩
হঠাৎ বিয়ে করছেন অভিনেতা হাবু

বিনোদন ডেস্ক : ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের অভিনয়ের পর অভিনেতা চাষী আলমকে হাবু নামেই চেনে তার ভক্তরা। নাটকে তার বিয়ে করা না হলেও এবার বাস্তবে বিয়ে করতে যাচ্ছেন হাবু। আজ শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান।

বিয়ের খবরটি গণমাধ্যমকে অভিনেতা চাষি আলম নিজেই নিশ্চিত করেছেন। বলেন, ‘পারিবারিকভাবেই আমাদের বিয়ে হচ্ছে। এখন এই মুহূর্তে আমাদের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হচ্ছে। কাল গুলশানের একটি রেস্তোরায় আমাদের বিয়ের অনুষ্ঠান হবে।’ বিয়ের কনের নাম তুলতুল। তুলতুল ঢাকার মেয়ে। স্নাতকে পড়াশোনা করছেন।

তিনি বলেন, এখনই বিয়ের কোনো পরিকল্পনা ছিল না আমার। বেশ কিছুদিন আগে আমি মেয়ে দেখেছিলাম। আমার ও আমার পরিবারের সবার পছন্দ ছিল মেয়ে। একটু সময় হাতে নিয়ে করার কথা ছিল। আমি অফিসের কাজে কক্সবাজার ছিলাম। এর মধ্যে আমার চাচি, মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেছেন। তাঁদের কথা, দেরি হলে নাকি আমি আর বিয়ে করব না। কী আর করা।

নতুন জীবন শুরু হতে যাচ্ছে, কেমন লাগছে?—জানতে চাইলে চাষি বলেন, ‘কই, তেমন কোনো কিছু মনে হচ্ছে না। আমি এখনো কোনো কিছুই বুঝতে পারছি না। গায়েহলুদ অনুষ্ঠান নিয়ে বাসায় সবাই হইচই আনন্দ-ফুর্তি করছে, কিন্তু আমি আমার মতো আছি।’

নতুন জীবন শুরু হতে চলেছে, অনুভূতি কেমন?—জিজ্ঞেস করলে তিনি বলেন, তেমন কিছুই মনে হচ্ছে না । আমি এখনও কিছুই বুঝতে পারছি না। গায়েহলুদ অনুষ্ঠান নিয়ে বাসায় সবাই হইচই আনন্দ-ফুর্তি করছে, কিন্তু আমি আমার মতো আছি।

তিনি আরও বলেন, বিয়ের পর হানিমুনে ইউরোপে যাওয়ার কথা আছে। তবে এখনই নয়। কারণ, আমার বেশ কয়েকটি নাটকের শিডিউল দেওয়া আছে। আগে নাটকগুলোর শুটিং শেষ করতে হবে। এরপর হাতে সময় নিয়ে হানিমুনে যাব।

শেয়ারনিউজ, ২৫ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে