ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫
Sharenews24

মারা গেছেন অভিনেত্রী সীমা দেও

২০২৩ আগস্ট ২৪ ১৭:২৮:০৫
মারা গেছেন অভিনেত্রী সীমা দেও

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিখ্যাত বলিউড অভিনেত্রী সীমা দেও। বৃহস্পতিবার (২৪ আগস্ট) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। এই বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন তার ছেলে নির্মাতা অভিনয় দেও।

তিনি বলেন, ‘পরলোকের উদ্দেশে যাত্রা করেছেন মা। সুস্থই ছিলেন। তিনি আলঝাইমার্সে ভুগছিলেন। এছাড়া অন্য কোনো অসুস্থতা ছিল না তার।’

এর আগে, ২০২০ সালেও মায়ের অসুস্থতা নিয়ে টুইট করে সকলকে তার সুস্থতা কামনা করার আরজি জানিয়েছিলেন তিনি।

‘আনন্দ’, ‘কোরা কাগজ’, ‘কৌশিশ’-এর মতো বহু হিট ছবি উপহার দিয়েছেন এই অভিনেত্রী। হিন্দি সিনেমার পাশাপাশি মারাঠি ছবির জগতেও বেশ জনপ্রিয় ছিলেন সীমা দেও। রাজেশ খান্না, অমিতাভ বচ্চনের মতো বহু বড় অভিনেতার সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসেই মারা যান বলিউডের জনপ্রিয় অভিনেতা রমেশ দেও। বছর দেড়েকের মধ্যেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন স্ত্রী সীমা দেও। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যিনি বহু হিট সিনেমা উপহার দিয়েছেন। তাদের দুই পুত্রসন্তানও বলিউডের প্রতিষ্ঠিত।

পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেছেন অভিনয় দেও। অন্যদিকে অজিঙ্কা দেও নামজাদা অভিনেতা। সীমা দেওয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

শেয়ারনিউজ, ২৪ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে