ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

ভারতে পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ

২০২৩ আগস্ট ২০ ১০:৩৮:২০
ভারতে পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ

আন্তর্জাতিক ডেস্ক : পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। অভ্যন্তরীণ বাজারে সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। শনিবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, অবিলম্বে এটি কার্যকর হবে। ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস, বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য হিন্দুর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, নতুন করে আরোপিত শুল্ক হার শিগগিরই কার্যকর হবে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বহাল থাকবে। কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি জারি করে এসব তথ্য জানিয়েছে।

দেশটির বার্ষিক খুচরা মূল্যস্ফীতি জুলাই মাসে ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে- ৭.৪৪ শতাংশে পৌঁছেছে। জুলাইয়ে এটি ছিল ৪.৮৭ শতাংশ। টমেটো, পেঁয়াজ, মটর, বেগুন, রসুন ও আদাসহ ভারতীয় রান্নাঘরে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু সবজির দাম গত কয়েক মাসে দ্বিগুণেরও বেশি বেড়েছে।

ভারত এক শতাব্দিরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শুষ্কতম আগস্টের দিকে এগোচ্ছে। এল নিনোর প্রভাবে দেশটিতে অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত কম হওয়ায় গ্রীষ্মে বপন করা ধান থেকে সয়াবিন পর্যন্ত ফসলের ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এর ফলে ফসলের মূল্য বৃদ্ধির পাশাপাশি দেশটিতে সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতি ইতিমধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

শেয়ারনিউজ, ২০ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে