ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
Sharenews24

সূরা নিসা: মদিনার সমাজ বদলানোর ইতিহাস 

২০২৬ জানুয়ারি ৩১ ১৮:৩৭:১০
সূরা নিসা: মদিনার সমাজ বদলানোর ইতিহাস 

নিজস্ব প্রতিবেদক : ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ সূরা ‘নিসা’ মুসলিম সমাজের নৈতিক, সামাজিক ও রাজনৈতিক জীবন গঠনে বিশেষ ভূমিকা রেখেছে। মদিনার সমাজে সূরা নিসার ভূমিকা ছিল যুগান্তকারী। এটি শুধু নারীর অধিকার ও পরিবার ব্যবস্থা নিয়েই নয়, বরং সামাজিক ন্যায়, বিধি-বিধান ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যও পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে।

ইসলামি শিক্ষাবিদরা বলেন, মদিনার নতুন সামাজিক বিন্যাসে সূরা নিসা নারীর মর্যাদা, উত্তরাধিকার, বিধবা ও অসহায়দের সুরক্ষা নিশ্চিত করেছে। সেদিক থেকে এটি মক্কার পূর্বের সমাজের তুলনায় গভীর পরিবর্তন আনে। মদিনায় ইসলাম প্রতিষ্ঠার পর পরিবার ও সামাজিক কাঠামোর ন্যায়বিচার গড়ে তোলায় সূরাটির অবদান অনস্বীকার্য।

বিশেষ করে সূরা নিসার মাধ্যমে মদিনার সমাজে বিবাহ ও পরিবার নীতি, সন্তান ও উত্তরাধিকার সংক্রান্ত বিধি, অ্যালিমনি ও যৌতুক প্রথার সংস্কার বাস্তবায়িত হয়। এটি সামাজিক শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ইসলামিক গবেষকরা আরও বলেন, সূরা নিসা কেবল আইন বা বিধি নয়, বরং মুসলিম সমাজে নৈতিক ও মানবিক চেতনা বিকাশের দিকনির্দেশক। এটি প্রমাণ করে, কোরআনের শিক্ষার মাধ্যমে কিভাবে একটি প্রাচীন সমাজে সামাজিক অসঙ্গতি দূর করা সম্ভব।

মদিনার প্রেক্ষাপট ছাড়াও সূরা নিসার শিক্ষা আজকের মুসলিম সমাজেও প্রাসঙ্গিক, যেখানে নারীর অধিকার, পরিবার ও সমাজিক ন্যায় নিয়ে শিক্ষা ও সচেতনতা বাড়ানো যায়। বিশেষজ্ঞরা মনে করেন, সূরা নিসা আজও ইসলামের সামাজিক দর্শন ও মানবিক নীতির প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে