ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

একই সময়ে দুটি সূর্য! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

২০২৬ জানুয়ারি ২৬ ০৯:৩৭:৩৪
একই সময়ে দুটি সূর্য! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব প্রতিবেদক : রাশিয়ার আকাশে একসঙ্গে ‘দুটি সূর্য’ দেখা যাওয়ায় চরম বিস্ময়ের সৃষ্টি হয়েছে। অদ্ভুত এই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনাটি কোনো অতিপ্রাকৃত বিষয় নয়। এটি একটি বিরল প্রাকৃতিক আলোক-প্রভাব, যা ‘সান ডগ’ নামে পরিচিত।

বিশেষজ্ঞদের মতে, সান ডগ একটি বায়ুমণ্ডলীয় অপটিক্যাল ইফেক্ট। একে ‘মক সান’ বা ‘পারহেলিয়া’ও বলা হয়। সাধারণত সূর্যের বাম কিংবা ডান পাশে, কখনও আবার উভয় পাশেই উজ্জ্বল আলোর প্যাচ হিসেবে এটি দেখা যায়, যা দূর থেকে আলাদা সূর্যের মতো মনে হয়।

‘পারহেলিয়া’ শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে, যার অর্থ ‘সূর্যের সঙ্গে’। বিজ্ঞানীদের মতে, নামটি এই আলোক বিভ্রমের প্রকৃতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

বিশেষজ্ঞরা জানান, তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেলে বায়ুমণ্ডলে সূক্ষ্ম বরফের স্ফটিক তৈরি হয়। এসব বরফের স্ফটিক সূর্যের আলোকে প্রতিফলিত ও প্রতিসরিত করে একাধিক সূর্যের মতো দৃশ্য সৃষ্টি করে। বাস্তবে আকাশে সূর্য ছিল মাত্র একটি।

রাশিয়ার জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, সান ডগ আলোক প্রভাবের একটি বৃহৎ পরিবারের অংশ। এই পরিবারের অন্তর্ভুক্ত অন্যান্য ঘটনাগুলোর মধ্যে সূর্যের প্রভা ও চাঁদের প্রভা (লুনার হ্যালো) উল্লেখযোগ্য। বায়ুমণ্ডলের উঁচু স্তরে থাকা বরফের স্ফটিকের সঙ্গে সূর্যের আলোর মিথস্ক্রিয়ার ফলেই এ ধরনের দৃশ্য দেখা যায়।

আবহাওয়াবিদরা জানান, ঘটনাটি বিরল হলেও শীতপ্রধান অঞ্চলে মাঝে মাঝে এমন আলোক বিভ্রম দেখা যেতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে