ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

জার্মান প্রযুক্তিতে সিমেন্ট পৌঁছাবে কনফিডেন্স সিমেন্ট

২০২৬ জানুয়ারি ২৫ ২৩:১৬:১৯
জার্মান প্রযুক্তিতে সিমেন্ট পৌঁছাবে কনফিডেন্স সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট দেশের প্রতিটি জেলায় ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে নরসিংদীর পলাশে নতুন শিল্প উৎপাদন কেন্দ্রের কার্যক্রম শুরু করেছে । জার্মানির অত্যাধুনিক ভিআরএম প্রযুক্তি এবং এ-গ্রেড ক্লিঙ্কার সমৃদ্ধ এই প্ল্যান্টটির বার্ষিক উৎপাদন ক্ষমতা ১৮ লাখ মেট্রিক টন। এই সক্ষমতা বৃদ্ধির ফলে একটি শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে সারা বাংলাদেশে নিরবচ্ছিন্ন সিমেন্ট সরবরাহ নিশ্চিত করতে পারবে প্রতিষ্ঠানটি।

গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এই সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে কনফিডেন্স গ্রুপ তাদের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা হিসেবে প্রযুক্তিগত উৎকর্ষ, ডিজিটালাইজেশন এবং অপারেশনাল শ্রেষ্ঠত্বের ওপর গুরুত্বারোপ করে। এতে চেয়ারম্যান এমেরিটাস ইঞ্জিনিয়ার রেজাউল করিম, গ্রুপের চেয়ারম্যান ইমরান করিম, ভাইস চেয়ারম্যান রূপম কিশোর বড়ুয়াসহ প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থপতি ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার রেজাউল করিম ১৯৯৪ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের প্রথম বেসরকারি সিমেন্ট প্ল্যান্ট স্থাপনের স্মৃতিচারণ করেন। তিনি জানান, সেই সময় দেশের সিমেন্ট চাহিদার প্রায় ৮০ শতাংশ আমদানির মাধ্যমে মেটানো হতো। কনফিডেন্স সিমেন্টের এই উদ্যোগ দেশীয় শিল্পে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তিনি আশা প্রকাশ করেন, নরসিংদীর নতুন এই কারখানাটি শহর ও গ্রামের দুর্গম এলাকাগুলোতে বিশ্বমানের সিমেন্ট পৌঁছে দেওয়ার সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান ইমরান করিম বলেন, তাঁদের এই প্রবৃদ্ধি দেশের উন্নয়ন অগ্রযাত্রারই একটি অবিচ্ছেদ্য অংশ। পরিবেশবান্ধব উৎপাদন এবং টেকসই উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, উন্নত প্রযুক্তি ও বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে এখন থেকে জাতীয় অবকাঠামো নির্মাণে কোম্পানিটি আরও জোরালো ভূমিকা রাখবে। সিইও জহির উদ্দিন আহমেদ এবং সিএমও নাসির উল আলম সুমনও ডিস্ট্রিবিউটর ও গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদী আস্থা ও সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন।

কনফিডেন্স সিমেন্টের এই বিশাল সম্প্রসারণ বিনিয়োগকারীদের জন্যও একটি ইতিবাচক সংকেত। নতুন প্ল্যান্টের উৎপাদন শুরু হওয়ায় আগামী অর্থবছরগুলোতে কোম্পানির রাজস্ব ও মুনাফায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সিমেন্ট খাতের এই প্রবৃদ্ধি বাজারে ক্যাশ প্রবাহ বৃদ্ধিতে সহায়ক হবে এবং দীর্ঘমেয়াদে অবকাঠামো উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে