ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

৩০ লাখ প্লেসমেন্ট শেয়ার বিক্রির ঘোষণা

২০২৬ জানুয়ারি ২৫ ২৩:১১:১৪
৩০ লাখ প্লেসমেন্ট শেয়ার বিক্রির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসক্রিম খাতের জনপ্রিয় ব্র্যান্ড লাভেলো আইসক্রীমের (তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রীম পিএলসি) অন্যতম করপোরেট উদ্যোক্তা তাদের হাতে থাকা শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির প্লেসমেন্ট শেয়ারহোল্ডার 'তৌফিকা ইঞ্জিনিয়ার্স' তাদের মালিকানায় থাকা বিশাল অংকের শেয়ার বাজারে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, তৌফিকা ইঞ্জিনিয়ার্স লিমিটেড লাভেলো আইসক্রীমের মোট ৩০ লাখ শেয়ার বিক্রির পরিকল্পনা করেছে। উল্লেখ্য, তৌফিকা ইঞ্জিনিয়ার্স এমন একটি প্রতিষ্ঠান যার পরিচালনা পর্ষদে লাভেলো আইসক্রীমের বর্তমান দুই প্রভাবশালী পরিচালক শামীমা নারগিস হক ও ইকরামুল হক রয়েছেন। ফলে এই শেয়ার বিক্রির ঘোষণার দিকে সাধারণ বিনিয়োগকারীদের বিশেষ নজর রয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, বড় কোনো উদ্যোক্তা বা প্লেসমেন্ট হোল্ডার যখন শেয়ার বিক্রির ঘোষণা দেন, তখন বাজারে ওই শেয়ারের সরবরাহ বেড়ে যায়। বর্তমান অর্থবছরে লাভেলো আইসক্রীম ব্যবসায়িক প্রবৃদ্ধি দেখালেও করপোরেট পর্যায়ে এই শেয়ার হাতবদল কোম্পানির ভবিষ্যৎ ক্যাশ প্রবাহ ও বাজারে শেয়ারের স্থিতিশীলতায় কী প্রভাব ফেলে, তা দেখার বিষয়।

সাধারণত দেখা যায়, উদ্যোক্তা বা করপোরেট শেয়ারহোল্ডাররা তাদের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে শেয়ার বিক্রি করে থাকেন। আইন অনুযায়ী, শেয়ার বিক্রির এই ঘোষণা দেওয়ার পর পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে বর্তমান বাজার মূল্যে (পাবলিক মার্কেট) এই শেয়ার বিক্রি সম্পন্ন করতে হবে। লাভেলোর মতো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির শেয়ার লেনদেনের এই খবরে শেয়ারবাজারে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে