ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

ইস্টার্ন কেবলসের বিক্রি বাড়লেও কাটছে না লোকসানের বৃত্ত

২০২৬ জানুয়ারি ২৫ ২২:৪৪:২৪
ইস্টার্ন কেবলসের বিক্রি বাড়লেও কাটছে না লোকসানের বৃত্ত

নিজস্ব প্রতিবেদক: প্রকৌশল খাতের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ইস্টার্ন কেবলস লিমিটেডের ব্যবসায়িক মন্দা কাটছে না। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির পণ্য বিক্রির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় কিছুটা বৃদ্ধি পেলেও মুনাফার দেখা মেলেনি।

রোববার (২৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই লোকসানের চিত্র উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ইস্টার্ন কেবলস মোট ১৫ কোটি ১৬ লাখ টাকার পণ্য বিক্রি করেছে, যা গত বছরের একই সময়ে ছিল ১৪ কোটি ৬৪ লাখ টাকা। বিক্রি বাড়লেও এই সময়ে কোম্পানিটি ৫ কোটি ১৮ লাখ টাকা কর-পরবর্তী নিট লোকসান গুনেছে। তবে গত বছরের একই সময়ের ৫ কোটি ৬৫ লাখ টাকা লোকসানের তুলনায় এবার ক্ষতির পরিমাণ কিছুটা কমেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৯৬ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ১৪ পয়সা। এছাড়া ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩৭ টাকা ৩৬ পয়সায়।

উল্লেখ্য, সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি এবং ওই বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ৪৩ পয়সা।

পেছনের দিকে তাকালে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এই কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৬ কোটি ৪০ লাখ টাকা হলেও এর রিজার্ভে রয়েছে বিশাল অঙ্কের অর্থ অর্থাৎ ৮৬৯ কোটি ৪১ লাখ টাকা অর্থ। বর্তমানে কোম্পানিটির মোট শেয়ারের ৫৮.০৮ শতাংশ সরকারের হাতে এবং বাকি শেয়ার প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে