ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬
Sharenews24

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে সারা রাত যে কাণ্ড করেন স্ত্রী

২০২৬ জানুয়ারি ২৩ ১০:৫৮:৫৫
স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে সারা রাত যে কাণ্ড করেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় স্বামীকে ঘুমের ওষুধ মেশানো বিরিয়ানি খাইয়ে অচেতন করে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম লোকম শিবনাগারাজু। তাকে হত্যা করেন তার স্ত্রী লক্ষ্মী মাধুরী এবং প্রেমিক গোপী। ঘটনাটি ঘটেছে গুন্টুর জেলার চিলুভুরু গ্রামে। স্ত্রীকে গ্রেপ্তারের পর তার মোবাইল ফোন পরীক্ষা করে পুলিশ জানতে পারে, ঘটনার পর সারারাত তিনি স্বামীর মরদেহের পাশে বসে অশ্লীল ভিডিও দেখছিলেন। খবর এনডিটিভির।

তদন্তে জানা গেছে, ঘটনার রাতে মাধুরী বিরিয়ানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাওয়ান। খাবার খেয়ে শিবনাগারাজু ঘুমিয়ে পড়লে মাধুরী তার প্রেমিক গোপীকে বাড়িতে ডেকে আনেন। এরপর দুজনে মিলে বালিশচাপা দিয়ে শিবনাগারাজুকে হত্যা করেন।

পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বা হার্ট অ্যাটাক বলে প্রচার করার চেষ্টা করা হয়। ভোরে মাধুরী প্রতিবেশীদের জানান যে তার স্বামী হঠাৎ মারা গেছেন। কিন্তু নিহতের বাবা ও আত্মীয়রা মরদেহ পরীক্ষা করে আঘাতের চিহ্ন ও রক্তের দাগ দেখতে পান। এরপর তারা পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশি তদন্ত ও ময়নাতদন্তে জানা যায় শ্বাসরোধ ও বুকে আঘাতের কারণেই শিবনাগারাজুর মৃত্যু হয়েছে।

পরে পুলিশি জিজ্ঞাসাবাদে মাধুরী নিজের দোষ স্বীকার করেন এবং জানান- প্রেমিক গোপীর সঙ্গে মিলেই তিনি হত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে