ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
Sharenews24

আর্থিক সক্ষমতা বাড়াতে মূলধন তুলবে  মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

২০২৬ জানুয়ারি ২২ ১৫:৪৫:৪৪
আর্থিক সক্ষমতা বাড়াতে মূলধন তুলবে  মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের মূলধন ভিত্তি আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ব্যাংকটির পরিশোধিত মূলধনের ৩২ শতাংশের সমপরিমাণ টিয়ার–১ মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। এতে প্রায় ৩৪৬ কোটি টাকা নতুন করে মূলধনে যুক্ত হবে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ সংক্রান্ত তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়েছে।

গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় টিয়ার–১ মূলধন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। তবে সিদ্ধান্তটি কার্যকর করতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে।

ব্যাংক সূত্র জানায়, মূলধন পর্যাপ্ততা আরও জোরদার করা এবং সামগ্রিক আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। টিয়ার–১ মূলধন ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন স্তর হিসেবে বিবেচিত হয়, যা সম্ভাব্য আর্থিক ঝুঁকি মোকাবিলায় ভিত্তি হিসেবে কাজ করে।

বাজার বিশ্লেষকদের মতে, টিয়ার–১ মূলধন বৃদ্ধির ফলে এমটিবির মূলধন কাঠামো আরও সুসংহত হবে। এতে ভবিষ্যতে ঋণ বিতরণ, ব্যবসা সম্প্রসারণ এবং নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত মূলধন পর্যাপ্ততার শর্ত পূরণ করা সহজ হবে।

এছাড়া ব্যাংকটি সাম্প্রতিক সময়ে ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক সূচক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। টিয়ার–১ মূলধন বৃদ্ধির এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ব্যাংকের স্থিতিশীলতা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে