ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
Sharenews24

চাহিদার তুঙ্গে সার্কিট ব্রেকারে এক ডজন কোম্পানির শেয়ার

২০২৬ জানুয়ারি ২২ ১৫:৪৩:১০
চাহিদার তুঙ্গে সার্কিট ব্রেকারে এক ডজন কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : আজ (২২ জানুয়ারি) শেয়ারবাজারে সূচকের নামেমাত্র পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ প্রধান সূচক প্রায় ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০ পয়েন্টে। তবে সূচক কমলেও বাজারে কিছু শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের চাহিদা ছিল তুঙ্গে।

ডিএসইতে আজ মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। এসব দরবৃদ্ধিকারী প্রতিষ্ঠানের মধ্য থেকে বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার শীর্ষে ছিল এক ডজন কোম্পানি। অতিরিক্ত চাহিদা এবং বিক্রেতার অভাবে এসব কোম্পানির শেয়ার একপর্যায়ে হল্টেড হয়ে যায়। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিক্রেতা সংকটে যে প্রতিষ্ঠানগুলোর শেয়ার হল্টেড হয়েছে, সেগুলো হলো— প্রিমিয়ার লিজিং, ফাস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, এশিয়া ইন্স্যুরেন্স, মেঘনা পেট, ফারইস্ট ফাইন্যান্স, মেঘনা কনডেন্স মিল্ক, বিআইএফসি, প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স এবং এপোলো ইস্পাত। দিনভর এসব কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা না থাকায় শেয়ারগুলো হল্টেড হয়ে যায়।

দর বৃদ্ধির দিক থেকে শীর্ষে ছিল প্রিমিয়ার লিজিং। আজ কোম্পানিটির শেয়ার দর ৬ পয়সা বা ১০.৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬২ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের। ডিএসইতে আজ কোম্পানিটির শেয়ার দর ৬ পয়সা বা ১০.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৫ পয়সায়।

তৃতীয় অবস্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৮ পয়সা বা ১০.১৩ শতাংশ, যা দাঁড়িয়েছে ৮৭ পয়সায়।

অন্যান্য কোম্পানির মধ্যে পিপলস লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৮ পয়সা বা ১০.১৩ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৩ টাকা ১০ পয়সা বা ৯.৯৭ শতাংশ, মেঘনা পেটের ১ টাকা ৮০ পয়সা বা ৯.৫২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭ পয়সা বা ৯.৪৬ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ১ টাকা ৩০ পয়সা বা ৯.৪২ শতাংশ, বিআইএফসির ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ এবং এপোলো ইস্পাতের ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে