ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
Sharenews24

সূচক কমলেও বাজারে বিনিয়োগকারীদের আস্থা অটুট

২০২৬ জানুয়ারি ২২ ১৫:০২:০০
সূচক কমলেও বাজারে বিনিয়োগকারীদের আস্থা অটুট

নিজস্ব প্রতিবেদক : আগের দিনের ধারাবাহিকতায় আজও (২২ জানুয়ারি ২০২৬) শেয়ারবাজারে সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর নিম্নমুখী ছিল। তবে বাজার সংশ্লিষ্টরা এই পতনকে নেতিবাচক না দেখে স্বাভাবিক সংশোধন হিসেবে বিবেচনা করছেন।

বাজার বিশ্লেষকদের মতে, সপ্তাহের প্রথম তিন কার্যদিবসে সূচক ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর পরবর্তী দুই কার্যদিবসে সূচক সেই হারে না কমে মোটে ৯ পয়েন্টের মতো হ্রাস পেয়েছে। বিপরীতে, আগের তিন দিনে সূচক প্রায় ১৫০ পয়েন্ট বেড়েছিল। একইভাবে টাকার অঙ্কে লেনদেন যেভাবে বেড়েছিল, সেভাবে কমেনি। ফলে বলা যায়, সূচকের এই সামান্য পতনের মধ্যেও বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা অটুট রয়েছে। বিনিয়োগকারীরা শেয়ার বিক্রিতে আগ্রহ না দেখানোয় লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯.৬০ পয়েন্টে। অন্য সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ২.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫.৪২ পয়েন্টে। আর ব্লু-চিপ কোম্পানির সূচক ডিএসই-৩০ কমেছে ১.৪৩ পয়েন্ট, যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬২.৮৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৫টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, ১৮৯টির দর কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে প্রায় ৫৩৬ কোটি ১২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬০৫ কোটি ৬০ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৬৯ কোটি ৪৮ লাখ টাকা।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৭ লাখ টাকা। আগের দিন সেখানে লেনদেন হয়েছিল ১৩ কোটি ১৩ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দর বেড়েছে, ৫৭টির দর কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৪৮.৩৬ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক ৬.৯১ পয়েন্ট কমেছিল।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে