ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
Sharenews24

চিত্রনায়ক ও নৃত্যশিল্পী জাভেদ আর নেই

২০২৬ জানুয়ারি ২১ ১৫:৩১:০৪
চিত্রনায়ক ও নৃত্যশিল্পী জাভেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি চলচ্চিত্রের সোনালি যুগের প্রখ্যাত চিত্রনায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ আর নেই। বুধবার (২১ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টায় রাজধানীর উত্তরা এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইলিয়াস জাভেদের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

নিজের পোস্টে জায়েদ খান লেখেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর জনপ্রিয় নায়ক জাভেদ আজ সকালে ইন্তেকাল করেছেন। তিনি ‘নিশান’ সিনেমায় অসাধারণ অভিনয়ের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন এবং দর্শকপ্রিয় বহু সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন। প্রয়াত এই শিল্পীর আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান তিনি।

চলচ্চিত্রে ইলিয়াস জাভেদের পথচলা শুরু হয় ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ভাষার ছবি ‘নয়ি জিন্দেগি’-এর মাধ্যমে। নায়ক হিসেবে অভিষেকের পর তিনি প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেন এবং নব্বইয়ের দশক পর্যন্ত বড় পর্দায় সফল ও আলোচিত সময় কাটান। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ নৃত্য পরিচালক হিসেবেও চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ইলিয়াস জাভেদের প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করলেও পরে নায়ক হিসেবে শতাধিক ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন। তাঁর অভিনীত কাজগুলোর মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রটি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।

তিনি ১৯৪৪ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পেশাওয়ারে (বর্তমান পাকিস্তান) জন্মগ্রহণ করেন। পরবর্তীতে পরিবারসহ পাঞ্জাবে বসবাস শুরু করেন।

ব্যক্তিগত জীবনে ইলিয়াস জাভেদ ১৯৮৪ সালে জনপ্রিয় চিত্রনায়িকা ডলি চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে